মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ইলন মাস্কের কোম্পানি ধ্বংসের ইচ্ছা নেই : ট্রাম্প

প্রকাশিত: ০৩:০১, ২৬ জুলাই ২০২৫ | ১৩

এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের র্শীষ ধনী ইলন মাস্কের কোম্পানিগুলোকে ধ্বংস করার পরিকল্পনা করছেন— এমন খবর অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৪ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘সবাই বলছে, আমি মার্কিন সরকারের কাছ থেকে মাস্কের কোম্পানিগুলো যে বৃহৎ পরিসরে ভর্তুকি পায়, তা কেড়ে নিয়ে কোম্পানিগুলোকে ধ্বংস করে দেব। এটা আসলে সত্যি নয়।’

প্রসঙ্গত, ট্রাম্পের সঙ্গে মাস্কের ঘনিষ্ঠতার শুরু ২০২৪ সালের জুলাই থেকে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তহবিলে কমপক্ষে ২৩৯ মিলিয়ন ডলার চাঁদা দিয়েছেন মাস্ক। নির্বাচনে জয়ী হয়ে শপথ নেওয়ার পর সরকারি কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও সরকারি ব্যয় সংকোচন করতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডজ) নামের একটি দপ্তর খোলেন ট্রাম্প। সেই দপ্তরের প্রধান করা হয় মাস্ককে।

কিন্তু ট্রাম্পের কর ও ব্যয়সংক্রান্ত একটি বিতর্কিত বিল নিয়ে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। অবশেষে সরকারি বিল নিয়ে ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের এক পর্যায়ে বর্তমান ডজ তথা মার্কিন প্রশাসন থেকে বিদায় নেন মাস্ক। সেই থেকেই দূরত্ব তৈরি হতে থাকে। এরপর থেকে তারা একাধিকবার একে অপরকে নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করেছেন।

ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কিত যৌন কেলেঙ্কারির প্রমাণ ফাঁস করতে পারেন বলে হুমকি দিয়েছিলেন মাস্ক। যদিও কোনো নির্দিষ্ট প্রমাণ দেননি তিনি।

প্রতিক্রিয়ায় স্পেসএক্স ও টেসলাসহ মাস্কের কোম্পানিগুলোর সঙ্গে সরকারি চুক্তি বাতিল করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

এই প্রেক্ষাপটেই ইলন মাস্ক গত ৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ঘোষণা দেন— তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, যার নাম হবে ‘আমেরিকা পার্টি’। মাস্ক বলেন, আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।’

অন্যদিকে মাস্কের এই উদ্যোগকে একেবারেই ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন ট্রাম্প।

মাস্কের ঘোষণার পর নিউ জার্সির নিজস্ব গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা সম্পূর্ণ হাস্যকর। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে দুই-দলীয় রাজনৈতিক কাঠামো কার্যকর আছে। এখন তৃতীয় কোনো দল গঠন করতে চাওয়া শুধু বিভ্রান্তি তৈরি করবে। তিনি (মাস্ক) চাইলে মজা করতে পারেন, কিন্তু আমি এটাকে সিরিয়াসলি নেই না।’
সূত্র: আনাদোলু

Mahfuzur Rahman

Publisher & Editor