লক্ষদ্বীপের যে ১০ স্থান আপনাকে মুগ্ধ করবে
সংস্কৃত ভাষায় লক্ষদ্বীপ শব্দের অর্থ লক্ষ দ্বীপের সমষ্টি। এই দ্বীপপুঞ্জে দিগন্তবিস্তৃত জলরাশি আর সুনীল আকাশের সঙ্গেই রয়েছে শ্যামল কানন। সারি সারি নারকেল গাছ যেন মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। পাখির চোখে (বাডস আই ভিউ) দেখলে চোখের পলক পড়বে না, এতটাই নয়নাভিরাম…