পুরান ঢাকার বড় কাটরা, মুঘল ইতিহাসের এক ম্লান সাক্ষী
ঢাকার পুরান ঢাকার চকবাজার এলাকায় বুড়িগঙ্গার তীরে অবস্থিত বড় কাটরা মুঘল আমলের জমিদারির একটি স্মারক। কাটরা বা কাটারা শব্দটি এসেছে আরবি ও ফরাসি ‘ক্যারাভ্যানসারাই’ থেকে, যেখানে পথিকেরা অবস্থান করতেন। ইতিহাস ও নির্মাণ বড় কাটরা নির্মিত হয় ১৬৪৪-৪৬ খ্রিস্টাব্দে, সম্রাট শাহজাহানের…
