ঘুরে আসতে পারেন সমুদ্র ও বনের ছায়ায় ঘেরা ভোলার তারুয়া দ্বীপে
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন উপজেলার একটি অপরূপ দর্শনীয় স্থান হলো তারুয়া দ্বীপ, যা এখন পরিচিত তারুয়া সমুদ্র সৈকত নামে। বঙ্গোপসাগরের কোলঘেঁষা এই দ্বীপটি প্রায় ৪২–৪৮ বছর আগে সাগরের পলিতে জেগে ওঠে। তারুয়া নামের ইতিহাস স্থানীয় জেলেরা জানায়,…