সজল ও নাদিয়ার ‘বর্ষা বিহনে’
নাটকের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও সালহা খানম নাদিয়া। দুজনে এবার জুটি বেধেছেন ‘বর্ষা বিহনে’ শিরোনামের একটি নাটকে। রেজাউর রহমান রিজভীর রচনা ও ওয়ালিদ আহমেদের পরিচালনায় নির্মিত এই নাটকটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (১১জুলাই) এশিয়ান টেলিভিশনে প্রচার হবে।…
