বৈভব সূর্যবংশীর এক ইনিংসে ভাঙল যত রেকর্ড
আইপিএলে তৃতীয় ম্যাচ খেলতে নেমেই রেকর্ড বইয়ে তোলপাড় বৈভব সূর্যবংশীর। ভারতের ১৪ বছর বয়সী বিস্ময়বালকের ৩৫ বলের সেঞ্চুরিতে ভেঙেছে একের পর এক রেকর্ড… ৩৫ বলে এসেছে বৈভবের সেঞ্চুরি, যা আইপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ও ভারতীয়দের মধ্যে দ্রুততম। আইপিএলে ভারতীয়দের দ্রুততম…
