‘আমিই একমাত্র বিশ্বচ্যাম্পিয়ন যে ক্লাবের কোনো স্বীকৃতি পাইনি’
প্যারিসিয়েন সেইন্ট জার্মেইতে (পিএসজি) কাটানো তিক্ততায় ভরা দুটি মৌসুম নিয়ে অনেকবারই কথা বলেছিলেন লিওনেল মেসি। তার সেই সময়টা যে কতটা বিষাদময় ছিল, তা কারও অজানা নয়। এবার নিজের মনে চেপে থাকা আরও একটি বেদনার কথা জানালেন বিশ্বজয়ী এই মহাতারকা। তার…
