হঠাৎ অতিরিক্ত ঘেমে যাচ্ছেন? দেখুন তো, এসব রোগের কারণে কি না
একই তাপমাত্রায় সবার শরীরে সমান ঘাম হয় না। যাঁদের ঘামগ্রন্থি বেশি সক্রিয়, তাঁদের বেশি ঘাম হয়। তবে স্বাভাবিকের তুলনায় বেশি ঘামতে থাকলে ও অস্বস্তিবোধ করলে চিন্তিত হওয়ার কারণ আছে। মাত্রাতিরিক্ত ঘাম অন্য রোগের লক্ষণও হতে পারে। হাইপারহাইড্রোসিস: এ রোগে ঘামগ্রন্থি…
