নিউইয়র্কে রোটারি ক্লাব অব হোপ এনওয়াই-এর উৎসবমুখর চাঁদ রাত মেলা
নিউইয়র্কে রোটারি ক্লাব অব হোপ এনওয়াই-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত মেলা। ঈদুল ফিতরের আগের দিন গত ২৯ মার্চ বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত জ্যামাইকার জেশন পার্টি হলে অনুষ্ঠিত হয় এ জমজমাট উৎসব। এ আয়োজনে বিশেষ আকর্ষণ…
