ইসরায়েলিরা এসব ‘সাহসী চিঠি’ লিখে কী বোঝাতে চান
এটা সত্যি যে [গাজা] যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যেসব চিঠি লেখা হয়েছে, সেগুলো সবই স্বীকৃতিযোগ্য। তবে এটাও ঠিক যে বড্ড দেরি করে চিঠিগুলো লেখা হয়েছে এবং তা-ও খুব ভীত ও দুর্বলভাবে। এসব চিঠি পড়ার পর যে কারও মনে হতে পারে…
