মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯২ অবৈধ অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ার জোহর রাজ্যের টাম্পই ইন্দাহ এলাকায় পরিচালিত ব্যাপক অভিযানে মোট ৯২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে শুরু হওয়া এই অভিযানটি জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুসের নেতৃত্বে পরিচালিত হয়। তিনি জানান, ভোর…