খাঁচার পাখি
লাল টুকটুক ঠোঁট রয়েছে, সবুজ রঙের ডানা, নরম নরম পালক আমার, আমি টিয়ের ছানা। ভাবছি বসে উড়ব আমি হারিয়ে যাব দূরে, রাঙিয়ে দেব মন তোমাদের গানের সুরে সুরে! ইচ্ছা করে টিয়ের ঝাঁকে বেড়াই বনে বনে। স্বপ্নগুলো বাঁচিয়ে রাখি ছোট্ট বুকের…
Publisher & Editor