নাম তার লিয়ানা
আমরা সচরাচর যেসব সিনেমা দেখি তার থেকে এর গল্পটা ভীষণ আলাদা। বলা হচ্ছে, এটা একটা ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্র। কিন্তু এটা আর দশটা ডকুমেন্টারির মতো নয়। গল্পটা আফ্রিকার ছোট্ট দেশ এসোয়াতিনির। সেখানকার বেশির ভাগ মানুষ জাতিতে সোয়াজি। সেখানকার এক অনাথাশ্রমের বাচ্চাদের…
