হাঁড়িবুড়ি
এক যে ছিল হাঁড়িবুড়ি। সবাই ডাকত, ‘ও হাঁড়িবুড়ি, তোমার বয়স কত শুনি?’ হাঁড়িটা গুনতে গুনতে বলত, ‘এই যা, ভুলে গেছি!’ বুড়ো হলেও বেশ কাজ করত হাঁড়িবুড়ি। সকাল সকাল চুলায় বসত। আগুন পোহাতে পোহাতে রাঁধত ভাত, তরকারি—আরো কত কী! এমনি করে…
Publisher & Editor