বুদ্ধিমতী টুনি
পুব আকাশে সূর্য সবে উঁকি দিয়েছে আর তার মিঠে আলোয় ঝলমল করছে সবুজ ধানক্ষেত। এমন সুন্দর সকালে ছোট্ট টুনটুনি পাখি তার ছানাদের কচি মুখের দিকে তাকিয়ে বাসা থেকে বের হলো। ছানারা এখনো নরম পালকের ওমে ঘুমিয়ে আছে। ডানা মেলে দিয়ে…
Publisher & Editor