'রেডিও হাতে ভূতের খোঁজে
তোমরা যারা ভূতের সিনেমা দেখতে ভালোবাসো তারা নিশ্চয়ই খেয়াল করেছ, ‘দ্য কনজ্যুরিং’, ‘ঘোস্টবাস্টার্স’-এর মতো সিনেমাগুলোতে ভূত শিকারিরা পিকেই মিটার, ইএমএফ মিটার কিংবা ইপিভি রেকর্ডারের মতো ইলেকট্রনিক যন্ত্র দিয়ে ভূত বা আত্মার খোঁজ করছে। কিংবা ‘১৪০৮’ সিনেমায় দেখেছো, অশরীরী কিংবা অতিপ্রাকৃত…