শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

ঘুরে আসতে পারেন ১৫০ বছরের পুরনো জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ ডিসেম্বর ২০২৫ | ৩৫

বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ হাটে অবস্থিত প্রায় ১৫০ বছরের পুরনো জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ একটি ঐতিহাসিক স্থাপনা, যা বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত। স্থানীয় ও ইতিহাসপ্রেমী দর্শনার্থীদের কাছে এটি এক অনন্য আকর্ষণ।

১৮৬২ সালে ভারতের তৎকালীন তাজপুর পরগনার জমিদার জামাল উদ্দিন জমিদার বাড়ির ভিত্তি স্থাপন করেন। পরে ১৮৬৭ সালে তিনি নির্মাণ শুরু করেন এই মসজিদের, যা সময়ের সঙ্গে জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ নামে পরিচিতি পায়।

স্থাপত্যশৈলী ও বৈশিষ্ট্য
৩৫ ফুট উঁচু এই মসজিদে রয়েছে ৮০টি মিনার ও ৩টি কারুকাজখচিত গম্বুজ, যা ফুলেল নকশায় সজ্জিত। মসজিদটি মূল কক্ষ, ছাদসহ বারান্দা, ছাদবিহীন বারান্দা এবং মূল দরজাসহ চারটি অংশে বিভক্ত। প্রায় ৩০০ থেকে ৬০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এখানে। ভেতর-বাহির জুড়ে লতাপাতা ও ফুলের নকশা মসজিদের শোভা বাড়িয়েছে বহুগুণ।

দর্শনীয় অংশ
জমিদার বাড়ির প্রবেশদ্বারে রয়েছে বিশাল তোরণ, যা স্থাপনার ঐতিহ্যের প্রথম ছাপ দেয়।
মসজিদের মিনার ও গম্বুজের নান্দনিক কারুকাজই প্রধান আকর্ষণ।
বর্তমানে জমিদার পরিবারের উত্তরসূরিরাই মসজিদ ও বাড়িটির রক্ষণাবেক্ষণ করছেন।

যেভাবে পৌঁছাবেন
ঠাকুরগাঁও জেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে মসজিদটি অবস্থিত।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাস বা ট্রেনে ঠাকুরগাঁও এসে সহজেই এখানে পৌঁছানো যায়।
বাস ভাড়া: ৮০০–২৪০০ টাকা (ঢাকা–ঠাকুরগাঁও রুটে)

ট্রেন ভাড়া: ৬৫০–২৩০০ টাকা (কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে)

কোথায় খাবেন
ঠাকুরগাঁও শহরে রয়েছে জনপ্রিয় রেস্টুরেন্ট যেমন — মুন্সির হোটেল, নিরিবিলি হোটেল, নিউ সুরুচি রেস্টুরেন্ট, ইত্যাদি। স্থানীয় বিশেষ খাবারের মধ্যে রয়েছে সিদল ভর্তা ও পিঠা, যা এই অঞ্চলের ঐতিহ্যের অংশ।

কোথায় থাকবেন
ঠাকুরগাঁও শহরে বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে —

এ ছাড়া সরকারি সার্কিট হাউজ ও জেলা পরিষদ বাংলোতেও থাকার ব্যবস্থা আছে। এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং ঠাকুরগাঁওয়ের ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন, যা ভ্রমণপ্রেমীদের মনে চিরস্থায়ী ছাপ ফেলে।

Mahfuzur Rahman

Publisher & Editor