সোমবার, ২৮ জুলাই ২০২৫

হঠাৎ মেকআপ ছাড়া ছবি দিয়ে যা বললেন ভাবনা

প্রকাশিত: ০৭:৪৭, ২৮ জুলাই ২০২৫ |

সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই তারকারা নো-মেকআপ লুক ট্রেন্ডে গা ভাসিয়েছেন। নিজেদের মেকআপহীন একের পর এক ছবি প্রকাশ করে ‘ন্যাচারাল বিউটি’র বার্তা দিচ্ছেন। এবার সেই ট্রেন্ডেই গা ভাসালেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। মঙ্গলবার (২৭ জুলাই) ফেসবুকের এক পোস্টে নতুন সিনেমা ‘চারুলতা’র লুক শেয়ার করে তিনি বলেন, ‘মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের শেষ নেই। তবে আমার কাজ যারা দেখেন, তারা জানেন—আমার বেশিরভাগ চরিত্র আমি নির্মাণ করেছি মেকআপবিহীন এবং সেই চরিত্র হয়ে ওঠার জন্য আমাকে ডিরেক্টর যেভাবে দেখতে চেয়েছেন সেভাবেই চেয়েছি পর্দায় হাজির হতে।’

আজ থেকে আট বছর আগে মুক্তি পেয়েছিল ভাবনার প্রথম চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। অভিনেত্রী বলেন, ‘আমার প্রথম সিনেমা ভয়ংকর সুন্দর-এ আমি মেকআপ ছাড়া পর্দায় হাজির হয়েছি। আমি বেশিরভাগ সময়ই মেকআপ ছাড়া থাকি, এবং সেটা নিয়ে অন্যদের অনেক কথা শুনতে হয়। আমি কখনোই সেই চেনা নায়িকাটা হতে চাইনি। আমি হতে চাই আমার মতো।’

সবশেষে রাইসুল ইসলাম অনিক পরিচালিত নতুন ছবি চারুলতা’র লুক নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘‘এই ছবিটা আমার নতুন সিনেমা ‘চারুলতা’র। দেখেই বুঝতে পারছেন। আমি অভিনেতা হতে চাই, তার মানে এই নয় যে আমি ধুম-ধারাক্কা নাচে-গানে ভরপুর সিনেমা করতে চাই না। আমি ৩ বছর বয়স থেকে নাচ শিখেছি, নাচের সিনেমা তো করবোই। সব ধরনের সিনেমাই আমি করতে চাই। এবং এই যে ছোটবেলা থেকে তৈরি হচ্ছি একটু একটু করে, একদিন অবশ্যই আপনাদের সবচেয়ে প্রিয় অভিনেতা হবো—এটাই আমার বিশ্বাস। কারণ আমার শক্তি আমার দর্শক। তারাই আমাকে বাঁচিয়ে রেখেছেন। তারা আমাকে ভালোবাসে বলেই আমাকে মানুষ কাজে নিতে বাধ্য হয়।’

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে আশনা হাবিব ভাবনার ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’, ‘পায়েল’সহ একাধিক সিনেমা। চলতি বছর তিনি চারুলতা ছবির শুটিং শেষ করেছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor