সোমবার, ২৮ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় ‘জুলাই ২০২৪’ বিপ্লব স্মরণে একাত্মতার আয়োজন

প্রকাশিত: ০৭:৪৯, ২৮ জুলাই ২০২৫ |

‘জুলাই ২০২৪’ বিপ্লবের শহীদদের স্মরণে মালয়েশিয়ায় আয়োজন করা হয় আবেগঘন এক অনুষ্ঠানের। ‘জুলাই ঐক্য পরিষদ – মালয়েশিয়া’র আয়োজনে অনুষ্ঠিত এ স্মরণানুষ্ঠানে অংশ নেন দেশটির প্রবাসী বাংলাদেশিরা।

প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। তিনি বলেন, জুলাই ২০২৪ কেবল একটি আন্দোলনের দিন নয়, এটি প্রবাসে থেকেও দেশের প্রতি দায়বদ্ধতার প্রতীক। তরুণদের এই ঐক্যবদ্ধ উদ্যোগ জাতি হিসেবে আমাদের আশাবাদী করে তোলে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাইকমিশনের কাউন্সিলর (কনস্যুলার) মো. মোরশেদ আলম, বিএনপির মালয়েশিয়া শাখার সহ-সভাপতি ড. এসএম রহমান তনু, জামায়াতে ইসলামী মালয়েশিয়া শাখার সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি হাফেজ আব্দুল করিম, খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা তাকি উল্লাহ, এবি পার্টির নারীবিষয়ক সম্পাদক শবনম রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।

বক্তারা বলেন, জুলাই বিপ্লব ছিল আত্মমর্যাদার প্রতিরোধ। প্রবাসে থেকেও এর চেতনায় সক্রিয় থাকা একটি সাহসী দৃষ্টান্ত। হাজারো তরুণ সেই আন্দোলনে অংশ নিয়ে স্বাধীনতার নতুন স্বপ্ন দেখিয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশিত হয়। ‘জুলাই বিপ্লব’ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন পরিষদের সদস্যরা। উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের স্মরণে নীরবতা পালন ও দোয়ার আয়োজন করা হয়।

জুলাই বিপ্লবের প্রত্যক্ষ অংশগ্রহণকারীরা বলেন, এটি ছিল আত্মত্যাগ ও সম্মিলিত প্রতিরোধের এক অনন্য অধ্যায়। তারা আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজসহ প্রায় দুই হাজার শহীদের স্মরণ করেন এবং আহতদের পুনর্বাসনে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।

অনুষ্ঠানে প্রবাসীদের সমস্যা—বিশেষ করে পাসপোর্ট, কনসুলার সেবা, ভিসা জটিলতা ও অবৈধ অভিবাসীদের নিয়মিতকরণ বিষয়ে প্রবাসীদের উদ্বেগ মনোযোগ দিয়ে শোনেন হাইকমিশনার। তিনি এসব সমস্যা সমাধানে দূতাবাসের আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন।

ইঞ্জিনিয়ার মো. এনামুল হকের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আল-আমিন ও মো. জাফর ফিরোজ। সার্বিক সমন্বয়ে ছিলেন আলমগীর চৌধুরী আকাশ।

Mahfuzur Rahman

Publisher & Editor