মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। আটককৃতদের একজন একটি পর্যটন প্রতিষ্ঠানের পরিচালক বলে জানা গেছে।
মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, অভিযুক্তদের বয়স ৫০-এর কোটায়। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে নেগেরি সেমবিলান ও কুয়ালালামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
খবরে বলা হয়েছে, এই দুই ব্যক্তি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-১-এ দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাদের ঘুষ দিয়ে বিদেশিদের অবৈধভাবে দেশটিতে প্রবেশ করাতে সহায়তা করছিলেন।
তারা একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সদস্য বলে ধারণা করা হচ্ছে, যারা টার্মিনাল ওয়ানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ‘কাউন্টার সেটিং’ নামে পরিচিত একধরনের অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশিদের সহজে ইমিগ্রেশন পার করিয়ে দিত।
বুধবার পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ রেজিস্ট্রার শাইখ জুলাদ্রুস মারিকান তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, যা আগামী ২০ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।
এমএসিসি-এর গোয়েন্দা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক দাতুক সাইফুল এজরাল আরিফিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি এমএসিসি আইন ২০০৯-এর ধারা ১৬(বি)-এর অধীনে তদন্ত করা হচ্ছে।
সূত্র- দ্য সান
Publisher & Editor