চলতি বছরের মে মাস থেকে আশ্রয়কেন্দ্রটিতে অভিবাসন কর্মকর্তাদের আনাগোনা চোখে পড়ে সেবাদাতাদের। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টির হলিউড এলাকার একটি আশ্রয়কেন্দ্রের বাইরে বারবার দেখা গেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস কর্মকর্তাদের।
চলতি বছরের মে মাস থেকে আশ্রয়কেন্দ্রটিতে অভিবাসন কর্মকর্তাদের আনাগোনা চোখে পড়ে সেবাদাতাদের। এনবিসি নিউজ জানায়, যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর বাসিন্দারা থাকেন আশ্রয়কেন্দ্রটিতে।
সেখানকার একজন নির্বাহী, যিনি ১৮ থেকে ২৪ বছর বয়সীদের সেবায় নিয়োজিত, জানান, কর্মস্থল থেকে আশ্রয়কেন্দ্রে ফেরা ভেনেজুয়েলার দুই অভিবাসীকে হ্যান্ডকাফ পরিয়ে গ্রেপ্তার করতে দেখেছেন আইস কর্মকর্তাদের।
আইসের ভয়ে ওই নির্বাহী তার নামের শেষ অংশ, লেইল্যানি, জানিয়ে বলেন, গ্রেপ্তারের আগে অভিবাসীদের সঙ্গে কোনো কথাবার্তা বলেননি আইস কর্মকর্তারা।
তিনি জানান, প্রায় অর্ধডজন অভিবাসন কর্মকর্তা অভিবাসীদের বসবাসের স্থলে এসে তাদের হাত পেছন থেকে বেঁধে ফেলেন।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসী ধরপাকড় অভিযানের দৃশ্যত আরেকটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে গৃহহীনদের আশ্রয়কেন্দ্র।
লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে প্রায় তিন হাজার জনকে গ্রেপ্তার করেছে আইস। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হলিউডের আশ্রয়কেন্দ্র ছাড়াও নর্থ হলিউড এবং স্যান ডিয়েগোর আশ্রয়কেন্দ্রেও আইস এজেন্টদের দেখার কথা জানিয়েছেন সেবাদাতারা।
অভিবাসন আইন বাস্তবায়ন অভিযানের অংশ হিসেবে গৃহহীনদের আশ্রয়কেন্দ্রকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে কি না, সে প্রশ্নটি অভিবাসন কর্মকর্তাদের করে কোনো উত্তর পায়নি এনবিসি নিউজ।
Publisher & Editor