সোমবার, ২৮ জুলাই ২০২৫

কুলদীপকে না খেলানোয় তোপের মুখে বিসিসিআই

প্রকাশিত: ০৬:৪৪, ২৭ জুলাই ২০২৫ | ১০

ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে অনভিজ্ঞ আনসুল কাম্বোজকে অভিষেক করিয়েছে ভারত। চোটের কারণে দুই পেসার ছিটকে যাওয়ায় আচমকা এই পেসারকে উড়িয়ে এনে নামিয়ে দেয় বিসিসিআই। যার ফলে বেশ বিপাকেই পড়েছে সংস্থাটি। এই মিডিয়াম পেসার সর্বোচ্চ পর্যায়ে খেলার মতন কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। উল্টো কুলদীপ যাদবের মতন রিষ্ট স্পিনারকে বিবেচনা না করায় সমালোচনার শিকার হচ্ছে বিসিসিআই।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কুলদীপকে খেলানো নিয়ে আলোচনা হয়েছিলো। দলের কেউ কেউ তাকে খেলাতেও চেয়েছিলেন। কিন্তু ব্যাটিং দুর্বল হয়ে যাবে বলে কুলদীপের নাম কাটা পড়ে। এ অবস্থায় পেস অলরাউন্ডার শার্দুল ঠাকুর নয়, কাম্বোজের বদলেই কুলদীপকে খেলানো যেত বলে মনে করছেন দীনেশ কার্তিক।

অভিষেকে একদম নজর কাড়তে পারেননি কাম্বোজ। তার বলের গতি একদিকে যেমন খুব বেশি ১৩০ কিলোমিটার পার হয়নি, তেমনই নতুন বলে পাননি মুভমেন্ট। এমন একজন বোলার পেয়ে ইংলিশ ব্যাটাররা অনায়াসে রান বের করেছেন। ১৮ ওভারে ৮৯ রান দিয়ে ১ উইকেট নেওয়া কাম্বোজ ম্যাচে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের কাঁধ থেকে ভার নামাতে পারেননি। বরং এই পেসারের অপরিপক্ব বোলিংয়ে তাদের উপর বোঝা আরো চেপেছে।

ভারতের নখদন্তহীন হয়ে পড়া বোলিংয়ের সামনে ৬৬৯ রান করে বিশাল লিড নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়লেও শেষ দিনে ম্যাচ বাঁচাতে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ। সিরিজে পিছিয়ে ভারত যখন চাপে, মনে করা হয়েছিলো ওল্ড ট্র্যাফোর্ডে হয়তো ম্যাচ পাবেন কুলদীপ। কিন্তু বেঞ্চে বসেই কাটাতে হচ্ছে তাকে। ভারতীয় সাংবাদিক বোরিয়া মজুমদারের মতে, কুলদীপের বদলে কাম্বোজকে খেলিয়েই ভারত ম্যাচটা খুইয়ে ফেলেছে। 

এই অবস্থায় কুলদীপকে না খেলানোর কারণ ব্যাখ্যায় ভারতের বোলিং কোচ মরনে মরকেল বলেন, আমি মনে করি কুলদীপ কখন (একাদশে) আসবে, কীভাবে আমরা ভারসাম্য খুঁজে বের করতে পারি এবং কীভাবে আমরা ব্যাটিং লাইন-আপকে আরও কিছুটা দীর্ঘ এবং শক্তিশালী করতে পারি এটা খুঁজে বের করা প্রয়োজন।

তিনি আরো বলেন, আমরা লর্ডসে সেই টেস্ট ম্যাচটি জেতার খুব কাছাকাছি ছিলাম। আমরা এজবাস্টনে একটি দুর্দান্ত টেস্ট ম্যাচ খেলেছি। কুলদীপ বিশ্বমানের এবং সে এই মুহূর্তে সত্যিই ভালো বোলিং করছে। তাই আমরা তাকে খেলানোর উপায় খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যবশত, এর সাথে শুধুমাত্র ব্যাটিংয়ের সাথে ভারসাম্য বজায় রাখা কিছুটা কঠিন। 

মরকেলের কথায় স্পষ্ট, কুলদীপকে খেলালে ব্যাটিং লাইনআপ দুর্বল হয়ে যেতে পারে এই চিন্তা করেছে ভারতের টিম ম্যানেজমেন্ট। ফলে শেষ পর্যন্ত কবে এই চায়নাম্যান বোলার দলে সুযোগ পাবেন তা নিয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

Mahfuzur Rahman

Publisher & Editor