মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্রাভার্স সিটিতে ওয়ালমার্টের একটি স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এপির।
ঘটনার পরপরই সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির শেরিফ মাইকেল শে বলেছেন, ‘১১ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’
ছুরিকাঘাতের ঘটনার সময় স্টোরের আশপাশে থাকা ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ৩৬ বছর বয়সী টিফানি ডেফেল বলেন, ‘আমরা গাড়ির পাশে ছিলাম। হঠাৎ চারদিক থেকে চিৎকার শুনতে পেলাম। লোকে ছুটোছুটি শুরু করল। মনে হচ্ছিল সিনেমার কোনো দৃশ্য। বাস্তবে এমন কিছু হবে, কখনো ভাবিনি।’
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি ফোল্ডিং-ধরনের ছুরি উদ্ধার করা হয়েছে। তিনি মিশিগানেরই বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের সবাই ছুরিকাঘাতে জখম হয়েছেন এবং তাঁদের উত্তর মিশিগানের একটি বড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এক বিবৃতিতে বলেন, ‘এই নির্মম সহিংসতায় আহতদের প্রতি আমাদের গভীর সহানুভূতি রইল। পুরো কমিউনিটি যেন দ্রুত এই দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে পারে, সেটিই আমাদের কামনা।’
এদিকে ওয়ালমার্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
উল্লেখ্য, ট্রাভার্স সিটি মিশিগানের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এটি চেরি উৎসব, ওয়াইন এবং লেক মিশিগানের তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত।
Publisher & Editor