নিউইয়র্কের ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর মেম্বার মোহাম্মদ এ ইসলাম মামুনকে কংগ্রেসনাল সাইটেশন দেওয়া হয়েছে। ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর মেম্বার মনোনীত হওয়ায় ১৪তম কংগ্রেসনাল জেলার কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ সম্প্রতি মামুনকে এই সাইটেশন প্রদান করেন।
ইতোপূর্বে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর সদস্য মনোনীত হন কমিউনিটি একটিভিস্ট এ ইসলাম মামুন। ব্রঙ্কস ব্যরো প্রেসিডেন্ট ভ্যানেসা গিবসন এক চিঠিতে মোহাম্মদ এ ইসলাম মামুনকে বোর্ড মেম্বার মনোনীত করেন। আগামী ২ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
Publisher & Editor