শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

২৪ বছর বয়সে অবিবাহিত অভিনেত্রী দত্তক নিয়েছেন তিন সন্তান

প্রকাশিত: ০৬:৩৭, ০৮ জানুয়ারি ২০২৬ | ১১

সুস্মিতা সেন থেকে শুরু করে রাবিনা ট্যান্ডন, বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা বিয়ের আগেই সন্তান দত্তক নিয়েছিলেন। অবিবাহিত অবস্থায় মা হয়েছেন তাঁরা। যেমন ২১ বছর বয়সে রাবিনা এবং ২৪ বছরে সুস্মিতা সেন সন্তান দত্তক নিয়েছিলেন। ঠিক তেমনই দক্ষিণ ভারতের এক সুন্দরী অভিনেত্রীও তিন সন্তানের মা।

যদিও তাঁর সন্তানেরা অভিনেত্রীর সঙ্গে থাকে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীলীলা তাঁর দত্তক নেওয়া সন্তানদের প্রসঙ্গে মুখ খুলেছেন।
২০২২ সালে, মাত্র ২১ বছর বয়সে শ্রীলীলা দুটি বিশেষ ভাবে সক্ষম সন্তান গুরু এবং শোভিতাকে দত্তক নিয়েছিলেন। ২০২৫ সালে আরও একটি কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী।

একটি সাক্ষাৎকারে শ্রীলীলা তাঁর দত্তক নেওয়া সন্তানদের প্রসঙ্গে বলেছিলেন ঠিক কী পরিস্থিতিতে তিনি তাঁদের দত্তক নিয়েছিলেন।

কাজের মধ্যেও কী ভাবে সন্তানদের সামলেছিলেন শ্রীলীলা? অভিনেত্রী বলেন, ‘আমি ওদের দেখলে এখনও ভাষা হারিয়ে ফেলি। এবং যখন আমি এই বিষয়ে কথা বলি তখন খানিক ঘাবড়েও যাই। কিন্তু এখন সবকিছু ঠিক আছে।

কিন্তু আমি মা নই। কারণ মা হওয়া সম্পূর্ণ আলাদা বিষয়।’
শ্রীলীলা তাঁর সন্তান দত্তক নেওয়ার প্রসঙ্গে বলেন, ‘কন্নড় চলচ্চিত্র জগতে আমার কেরিয়ারের শুরুতে আমি ‘কিস’ নামে একটি ছবি করেছিলাম। ২০১৯ সালে ছবিটি মুক্তি পায়। পরিচালক সেই সময়ে আমাকে একটি আশ্রমে নিয়ে গিয়েছিলেন।

আমার বাচ্চারা সেখানেই থাকে। আমি ওদের সঙ্গে ফোনে কথা বলি এবং প্রায়ই ওদের সঙ্গে দেখাও করি। বিষয়টি দীর্ঘদিন ধরেই গোপনে রেখেছিলাম। তবে সংস্থাটি চেয়েছিল যে আমি এই তথ্যটি শেয়ার করি। যাতে আরও বেশি মানুষ সন্তান দত্তক নিতে অনুপ্রাণিত হয়। আমি এর জন্য কৃতিত্ব নিতে চাই না, তবে আমি চাই মানুষ একটু ভাবতে শুরু করুক।’ ২০১৭ সালের তেলুগু ছবি ‘চিত্রাঙ্গদা’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন শ্রীলীলা। ভরতনাট্যমেও তিনি ভীষণই দক্ষ। একটা সময়ে ডাক্তার হতেচেয়েছিলেন শ্রীলীলা। এমবিবিএস ডিগ্রিও রয়েছে তাঁর। তবে ভাগ্যের ফেরে তিনি অভিনয় জগতে পা রাখেন।

Mahfuzur Rahman

Publisher & Editor