শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

ভিনিসিয়ুস-সিমিওনে তুমুল বাগবিতণ্ডা, কী বলেছিলেন অ্যাতলেতিকো কোচ

প্রকাশিত: ০১:৪০, ০৯ জানুয়ারি ২০২৬ |

স্প্যানিশ সুপারকাপের সেমিফাইনালে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে গিয়ে ভিনিসিয়ুস জুনিয়র জবাব দিলেন দিয়েগো সিমিওনেকে। রিয়াল মাদ্রিদের ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে মাঠ ছাড়ার সময় দুজনের মধ্যে তর্কে জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার ও অ্যাতলেতিকো কোচ।

চিরাচরিতভাবেই রাজধানীর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ছিল ভীষণ উত্তেজনাপূর্ণ। ম্যাচের দ্বিতীয়ার্ধে টাচলাইনের কাছে দাঁড়িয়ে ভিনিসিয়ুসকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন সিমিওনে।

আর্জেন্টাইন কোচকে বলতে শোনা যায়,
‘ফ্লোরেন্তিনো তোমাকে বের করে দেবে,’—রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ইঙ্গিত করে, ভিনিসিয়ুসের সম্ভাব্য দলবদলের প্রসঙ্গ টেনে।
 
পরে ভিনিসিয়ুস যখন মাঠ ছাড়েন, তখন গ্যালারি থেকে শিসের শব্দ ভেসে আসে। তখন সিমিওনে গ্যালারির দিকে আঙুল তুলে তাকে বলেন, ‘শোনো!’। স্বাভাবিকভাবেই বিষয়টি ভালোভাবে নেননি ভিনিসিয়ুস।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে দ্বিতীয়ার্ধের সেই তর্কের একটি পোস্টে মন্তব্য করে ভিনিসিয়ুস লেখেন, ‘তুমি আরেকটা নকআউট হেরেছ,’—সঙ্গে কয়েকটি ইমোজি। এতে বোঝাই যায়, শেষ হাসিটা হাসতেই চেয়েছেন তিনি।

ঘটনাটি নিয়ে প্রশ্ন করা হলে সিমিওনে বলেন, তার স্মৃতি ‘জটিল’, এবং কী বলেছিলেন সে বিষয়ে আর কিছু জানাননি। তবে রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো সিমিওনের মন্তব্যে স্পষ্টতই অসন্তুষ্ট ছিলেন।

সিমিওনে বলেন, ‘কিছু দিন এমন যায় যখন বলা যায়, আমরা ভালো খেলিনি, সুযোগ তৈরি করিনি। আজ দিনটা তার উল্টো ছিল। তবুও দুর্ভাগ্যজনকভাবে আমরা বিদায় নিয়েছি।’

ফাইনালে ওঠায় রিয়াল মাদ্রিদ সমর্থকেরা খুশি হলেও পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন অনেকেই। মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে নিজেও স্বীকার করেছেন, খেলায় ঘাটতি ছিল।
 
ফাইনালের আগে কিলিয়ান এমবাপ্পেকে দলে পাওয়ার আশা করছেন আলোনসো; তিনি নিশ্চিত করেছেন, এমবাপ্পে সৌদি আরবে উড়াল দেবেন। তবে ডিফেন্ডার রুদিগারের ক্লাসিকো খেলা অনিশ্চিত, আর রোদ্রিগোর ফিটনেস নিয়েও রয়েছে সংশয়।

Mahfuzur Rahman

Publisher & Editor