মুস্তাফিজুর রহমান ইস্যুতে দুই মেরুর দুই দিকে বিসিসিআই ও বিসিবি। নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আইসিসিকে দেওয়া চিঠিতে এমনটাই জানিয়েছে বিসিবি।
আইসিসি চিঠির জবাবে জানায়, বাংলাদেশ দলকে সব রকম নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে তারা।
তাতে অবশ্য আশ্বস্ত হয়নি বিসিবি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়ে দিয়েছে, ভারতে নয়, বিশ্বকাপ শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। এমন পরিস্থিতিতে তামিম ইকবাল বোর্ডের দায়িত্বে থাকলে কী করতেন সেটাই আজ জানতে চাওয়া হয়েছিল তার কাছে।
ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন তামিম।
সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার সিদ্ধান্তটা হতো বোর্ডের ভবিষ্যৎ চিন্তা করে। অনেক কিছুই এখন ঘটছে। যা নিয়ে হুট করে একটা মন্তব্য করে দেওয়াও কঠিন। বাট আমি বলব, আমি বাংলাদেশের ভবিষ্যৎ ও চারপাশের সবকিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্তটা নিতাম।
’
একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে বিসিবির সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তামিম। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বাধীন প্রতিষ্ঠান। অবশ্যই সরকার অনেক পার্ট। সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু ক্রিকেট বোর্ডকে যখন আমরা স্বাধীন বোর্ড মনে করি তখন তাদেরও নিজস্ব স্বাধীন মতামত থাকা উচিত বলে আমি মনে করি।
তারা যদি মনে করে ওই সিদ্ধান্তটা নেওয়া উচিত তাহলে সেটাই তাদের নিতে হবে। পাবলিক ওপিনিয়ন অনেক রকম থাকবে, আমরা যখন খেলি মাঠে তখনো পাবলিক অনেক রকম কথা বলে। এখন সব কিছু চিন্তা করে তো আপনি প্রতিষ্ঠান চালাতে পারবেন না। কারণ আপনার আজকের সিদ্ধান্তের ফলে ১০ বছর পর কী হবে, সেটাও চিন্তা করতে হবে। যে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো, ভবিষ্যতের জন্য ভালো সেই সিদ্ধান্তই নেওয়া উচিত।’ আর মুস্তাফিজের ঘটনাকে খুবই দুঃখজনক বলে জানান তামিম। বাঁহাতি ওপেনার বলেছেন, ‘মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’
Publisher & Editor