নিউইয়র্কে বাংলাদেশ ‘ল সোসাইটি ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ডিসেম্বর রোববার জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্তোরাঁয় প্রধান নিবার্চন কমিশনার অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেলের সভাপতিত্বে এ শপথ অনুষ্ঠিত হয়।
নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল। এ সময় অপর দুই নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো: আবুল বাশার ও অ্যাডভোকেট মো. সামিউল করিম আলমগীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন, সাবেক সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান হিমেল, ব্যারিস্টার মিজান চৌধুরী প্রমুখ।
এর আগে, গত ১৩ ডিসেম্বর সংগঠনটির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন, সহ-সভাপতি ব্যারিস্টার আকমাম খান, অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, যুগ্ম সাধারল সম্পাদক অ্যাডভোকেট মো. আতিকুর রহমান সাবু ও মো. নুরুল করীম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুব আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট কাওসার পারভীন চৌধুরী,সমাজ কল্যাণ সম্পাদক মো: শফিকুল ইসলাম ও অফিস সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম, সদস্য : অ্যাডভোকেট রুবিনা মান্নান, অ্যাডভোকেট সাব্বির আহমদ মাসার,পর্ণা ইয়াসমীন, অ্যাডভোকেট কাজী এম জুয়েল ও অ্যাডভোকেট মো. হাসনাত কবির ফাহিম।
Publisher & Editor