শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

১০ বছর পর ফিরছে অপূর্ব-বিন্দু জুটি

প্রকাশিত: ০৬:৩৮, ০৮ জানুয়ারি ২০২৬ | ১০

এক সময় টেলিভিশন নাটকে নিয়মিত জুটিবেঁধে দর্শকদের মন জয় করেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরা বিন্দু। পরবর্তীতে দীর্ঘদিন পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাঁদের। অবশেষে প্রায় দশ বছর পর আবারও ফিরছে এই জনপ্রিয় জুটি। 

অপূর্ব ও বিন্দুকে একসঙ্গে দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে।

‘তাকদীর’ ও ‘কারাগার’খ্যাত সৈয়দ আহমেদ শাওকীর চিত্রনাট্যে এবং সালেহ সোবহান অনীমের পরিচালনায় নির্মিত এই সিরিজের নাম ‘হেডলাইন’।
জানা গেছে, হইচই-এর জন্য নির্মিতব্য এই সিরিজে অপূর্ব ও বিন্দুর পাশাপাশি অভিনয় করবেন ইয়াশ রোহানও। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিরিজে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অপূর্বকে।

সূত্র বলছে, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে অপূর্বর।

দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেবেন তিনি। অন্যদিকে এই প্রজেক্টের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন আফসানা আরা বিন্দু।
‘হেডলাইন’ প্রসঙ্গে আপাতত বিস্তারিত জানাতে নারাজ পরিচালক সালেহ সোবহান অনীম। তিনি জানান, চিত্রনাট্যের কাজ এখনো চলমান।

আরো অন্তত এক মাস সময় লাগবে প্রস্তুতিতে। সব দিক থেকে সবুজ সংকেত মিললেই শুটিং শুরু হবে।
এর আগে অপূর্ব ও বিন্দু জুটি অভিনীত নাটকের মধ্যে রয়েছে- মেঘ, মিনারেল ওয়াটার, বিলম্বিত টিকিট। তাদেরকে সর্বশেষ দেখা গেছে ২০১৬ সালে বিপাশা হায়াতের গল্পে। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘তৃতীয়জন’ নাটকে মাহফুজ আহমেদও ছিলেন।

Mahfuzur Rahman

Publisher & Editor