শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমা সমিতি ইউএসএ’র বর্ণাঢ্য অভিষেক

প্রকাশিত: ০৬:১৯, ০৭ জানুয়ারি ২০২৬ |

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমা সমিতি ইউএসএ’র অভিষেক। ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে গত ৫ জানুয়ারী সোমবার কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেকের পাশাপাশি একই সাথে উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল সিলেট দক্ষিণ সুরমাবাসীর মিলন মেলা। অনুষ্ঠানে দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রবাস প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক রিয়াজ উদ্দিন কামরানের সভাপতিত্বে এবং উদযাপন কমিটির সদস্য সচিব ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ সেলিম আহমেদের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নবনির্বাচিত ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ। এর পর পরই বাংলাদেশ-আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক রিয়াজ উদ্দিন কামরান। অভিষিক্তরা হলেন : সভাপতি মাজলুল আহমেদ কামরান, সহ সভাপতি সাজন খান, সফিকুল আলম, মো. জুয়েল আহমেদ ও শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শাহ সেলিম আহমেদ, সহ সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ চৌধুরী ও মো. জিয়াউল ইসলাম ঝিনুক, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন সামি, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খালেদ, প্রচার সম্পাদক ইমরান উদ্দিন, দপ্তর সম্পাদক মুরাদ হোসেন, আইন ও আন্তর্জাতিক সম্পাদক মাহবুবুর রহমান জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাদির ইকবাল, ক্রীড়া সম্পাদক জাওয়াদ জাহিন, সমাজ কল্যাণ সম্পাদক লায়েক উদ্দিন আহমেদ, কার্যকরী সদস্য শাহমুন মাহমুদ, শাহ কামাল উদ্দিন, সাবের আহমেদ, আজাদুল ইসলাম আলমগীর, মো. শাহনেওয়াজ, মো. আবু বকর ও জসিমুল হক।

নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। বলেন, আমাদের প্রধান কাজই হবে দেশ ও প্রবাসে সিলেট দক্ষিণ সুরমাবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তারা কমিউনিটি ও দেশের কল্যাণে ভূমিকা রাখাসহ সংগঠনের জন্য কবর ক্রয়ের উদ্যোগ নেবেন বলেও জানান।

সংগঠনের সভাপতি মাজলুল আহমেদ কামরান ও সাধারণ সম্পাদক শাহ সেলিম আহমেদ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য। নানাভাবে সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাস্টি বোর্ড মেম্বার আবদুল হাসিম হাসনু, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, মার্কস হোম কেয়ারের ম্যানেজার আলমাস আলী, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেটে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট ৮৭ (ব্রঙ্কস) থেকে এসেম্বলিম্যান পদে বাংলাদেশী কমিউনিটি মনোনীত প্রার্থী জাকির চৌধুরী, সিপিএ, কমিউনিটি এক্টিভিস্ট মনসুর আহমেদ চৌধুরী, হেলাল আহমেদ, শ্যামল কান্তি চন্দ, আক্তার হোসেন, হুমায়ূন আহমেদ চৌধুরী, আনোয়ার জাহিদ, লিয়াকত আলী, সেবুল খান মাহবুব, মখন মিয়াসহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কমিউনিটি ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। উৎসবমুখর এ অনুষ্ঠানে সিলেট দক্ষিণ সুরমারবাসি ছাড়াও কমিউিনিটি নের্তৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।

Mahfuzur Rahman

Publisher & Editor