বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন কমিটির শপথ গ্রহণ

প্রকাশিত: ০৬:০৪, ০২ জানুয়ারি ২০২৬ | ১১

বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া (বিটিএসপি)-এর বার্ষিক সাধারণ সভা এবং নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত ২৭ ডিসেম্বর শনিবার আপার ডার্বির ঢাকা ক্লাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রায় ৩০০ সদস্যের উপস্থিতি অনুষ্ঠানকে পরিণত করে মিলনমেলায়।

সভায় সভাপতিত্ব করেন আজম মাহাবুবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সমাজ কল্যাণ সম্পাদক কামরুল হাসান। পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বার্ষিক প্রতিবেদন উপস্থাপনে অফিস উদ্বোধন, সদস্যদের ছবি সংরক্ষণ ও “Member of the Electoral Book” প্রকাশ, ইফতার, পিকনিকসহ বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক কর্মসূচির উল্লেখ করা হয়। বর্তমানে সদস্য সংখ্যা ৫০২ জন—আজীবন ২৯১ ও নিয়মিত ২১১।

সভায় জানানো হয়, ২০০৭ থেকে এখন পর্যন্ত ৮ জন সদস্যের ইন্তেকালে করেছেন। বর্তমান কমিটির সময় ৪ জন সদস্যের ইন্তেকালে সদস্য ও সংগঠনের পক্ষ থেকে মোট ১,৮৪,৭০০ ডলার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কোষাধ্যক্ষ মাহিদুন্নবি (রুকু) আর্থিক প্রতিবেদন এবং প্রধান অডিটর মোহাম্মাদ ইউনুস নবী অডিট রিপোর্ট উপস্থাপন করেন। এজিএম উপলক্ষে ৩৮ জন আজীবন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।

দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আমীর হোসাইনের পরিচালনায় নবনির্বাচিত কমিটি, উপদেষ্টা পরিষদ এবং নির্বাচন কমিশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি গোলাম মোস্তফা টিপু সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সদস্যদের রাতজুড়ে উপস্থিতি প্রমাণ করে—বিটিএসপি শুধু একটি সংগঠন নয়, বরং একে অপরের পাশে থাকা একটি পরিবার। নতুন কমিটির শপথ সংগঠনের ভবিষ্যৎ অগ্রযাত্রায় নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা করা হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor