বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ০৬:০৩, ০২ জানুয়ারি ২০২৬ |

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র উদ্যোগে বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের ব্রঙ্কস গোল্ডেন প্যালেস পার্টি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, বিষেশ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফেচুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টি সদস্য ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক-এর প্রধান নির্বাচন কমিশনার আজিমুর রহমান বোরহান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর বোর্ড অব ট্রাস্টি ছদরুন নুর, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক-এর সাবেক বোর্ড অব ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক-এর সাবেক বোর্ড অব ট্রাস্টি আব্দুস শহীদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক ও বাংলাদেশ সোসাইটির ইনক-এর সাবেক বোর্ড অব ট্রাস্টি মকবুল রহিম চুলই, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক-এর সাবেক বোর্ড অব ট্রাস্টি এড নাসির উদ্দিন, সাবেক লাখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ফেচুগঞ্জ অগানিজেশন এর সভাপতি মাহবুব আলম, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রের ইনক এর সভাপতি সাব্বির হোসেন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মনজুর আহমেদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দুআ করেন কমিটি এক্টিভেস্ট জালাল চৌধুরী । গীতা পাঠ করেন সুরজিত কিশোর দাশ চৌধুরী। এর পরপরই বাংলাদেশের জাতীয় সংগীত ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শহিদের স্মরণে ১ মিনিট ধরিয়ে নিরবতা পালন করা হয়।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি শামীম আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ফজল খান, মুক্তিযোদ্ধা সন্তান কাজী রবীউজ্জামান, ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন, মোঃ রেজাউল করিম, রেজা আহমদুল্লাহ, বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশনার ছাত্র নেতা আব্দুল জলিল চৌধুরী প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সাইফুদ্দিন আহমেদ শামীম, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সদস্য আসফাকুল হক চৌধুরী, সুনামগঞ্জ জেলা সমিতির কার্যকারী সদস্য শফিকুর রহমান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের বোর্ড অব ট্রাস্টি মেম্বার মিয়া মোঃ আলতাফ হোসেন, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট জালাল চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা গুহর চৌধুরী কিনু, বাংলাদেশ সোসাইটির অব ব্রঙ্কস নিউইয়র্কের সাধারণ সম্পাদক শেখ ওলি আহাদ, সাংগঠনিক সম্পাদক দিপনকর দে, প্রচার সম্পাদক ও প্রেস ক্লাবের নিউইয়র্কের সদস্য শেখ সফিকুর রহমান, সিলেট জেলা সমিতি ইউ এস এ ইনকের আহ্বায়ক কফিল চৌধুরী, সদস্য সচিব সাজন খান, শামসুল ইসলাম, মোঃ আবু জাফর, সরকার এ মজিদ, এম এ নাসির, জাহাঙ্গীর আলম, জিল্লুর রহমান, মোঃ আব্দুর রউফ, বিজয় কৃষ্ণ সাহা প্রমুখ। সভায় কবিতা আবৃত্তি করেন কবি আবু তাহের চৌধুরী ও সুরজিত কিশোর দাশ চৌধুরী।

আমন্ত্রিত মুক্তিযোদ্ধার হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযুদ্বা মোঃ জাওয়াদ আলী, বীর মুক্তিযুদ্বা মোহাম্মা আব্দুল হামিদ, বীর মুক্তিযুদ্বা আব্দুল বাসিত চৌধুরী, বীর মুক্তিযুদ্বা বাবরুল হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান প্রমুখ।

সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রিত অতিথি সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম সকল জালালাবাদবাসী এবং উপস্থিত সকল অতিথিবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানে কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি আবেদন করেন।

Mahfuzur Rahman

Publisher & Editor