মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

বার্সেলোনার বিপক্ষে খেলবে মেসির মায়ামি

প্রকাশিত: ০৩:০১, ৩০ ডিসেম্বর ২০২৫ |

মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরুর আগে ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা এসসির বিপক্ষে খেলে নিজেদের ঝালিয়ে নিতে চায় ইন্টার মায়ামি। এই বছর এমএলএস কাপে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির দল। 

মেসির দল আনুষ্ঠানিকভাবে পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ঘোষণা করেছে। পেরুতে এটি হতে যাচ্ছে মায়ামির টানা দ্বিতীয় প্রাক-মৌসুম সফর, যা শুরু হবে লিমা থেকে।
 
আগামী ২৪ জানুয়ারি আলেজান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে স্থানীয় জায়ান্ট ও ২৫টি লিগ শিরোপা জয়ী আলিয়াঞ্জা লিমার মুখোমুখি হবে তারা। 

পেরুতে ম্যাচ খেলে দলটি কলম্বিয়ায় ৩১ জানুয়ারি আতলেতিকো নাসিওনালের বিপক্ষে মাঠে নামবে। কলম্বিয়ার এই দলটি দুইবার কোপা লিবার্তাদোরেস জিতেছে এবং ১৮টি ঘরোয়া লিগ শিরোপাজয়ী। 

মায়ামি তাদের দক্ষিণ আমেরিকা সফর শেষ করবে ইকুয়েডরে, যেখানে তারা গুয়ায়াকিলের শক্তিশালী দল বার্সেলোনা এসসির বিপক্ষে খেলবে।

Mahfuzur Rahman

Publisher & Editor