মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

চোটের মাঝেও বিশ্বকাপ দলে আর্চার, ইংল্যান্ড দলে সুযোগ পেলেন যারা

প্রকাশিত: ০৩:০০, ৩০ ডিসেম্বর ২০২৫ |

চোটের কারণে অ্যাশেজের শেষ দুই টেস্ট খেলতে না পারলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের গতি তারকা জোফরা আর্চার। ভারত ও শ্রীলঙ্কায় ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য ঘোষিত প্রাথমিক ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। সাইড স্ট্রেইন থেকে সেরে ওঠার পথে থাকা আর্চারকে ঘিরে আশাবাদী ইংল্যান্ড শিবির।

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।

তবে ওই সফরের দলে আর্চার নেই, বিশ্বকাপেই সরাসরি ফিরবেন তিনি। শ্রীলঙ্কা সফরে তার জায়গায় থাকছেন ব্রাইডন কার্স।
অন্যদিকে, অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো সাদা বলের দলে ডাক পেয়েছেন পেসার জশ টাং। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ১২ উইকেট নেওয়া ২৮ বছর বয়সী এই বোলারকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে, যদিও ওয়ানডে দলে তিনি নেই।

ব্যাটিংয়ে ধারাবাহিকতা না থাকায় বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েছেন জেমি স্মিথ। জায়গা হয়নি জর্ডান কক্সেরও। মিডল অর্ডারের কভার হিসেবে টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে টম ব্যান্টনের ওপর।

ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে।

শ্রীলঙ্কা সফরের টি–টোয়েন্টি ও বিশ্বকাপ দল:

হ্যারি ব্রুক, রেহান আহমেদ, জোফরা আর্চার (শুধু বিশ্বকাপ), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স (শুধু শ্রীলঙ্কা সফর), স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টং, লুক উড।

Mahfuzur Rahman

Publisher & Editor