আজীবন সম্মাননা পেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম, নন্দিত সংগীতশিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হওয়া দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড-এ তাদের আজীবন সম্মাননা প্রদান করা হয়।
রবিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল আইডিইবি ভবন মিলনায়তনে দিয়ামনি ই কমিউনিকেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
এই আয়োজনে শওকত আলী ইমন, চিত্রনায়ক শাকিল খান, অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, কুসুম শিকদার, মিষ্টি জান্নাত, উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, তমা রশিদ, সংগীতশিল্পী সাদিয়া আফরা, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ অ্যাওয়ার্ড পেয়েছেন।
এ ছাড়া সাংবাদিকদের মধ্যে কালের কণ্ঠের রিপোর্টার ও প্রেজেন্টার সাজিয়া ইসলাম স্বর্ণাসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীকেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আয়োজক মনিরুজ্জামান অপূর্ব উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, আমাদের এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত উদ্যমী তরুণ মেধাবী উদ্যোক্তাদের আত্মনিভর্রশীলভাবে গড়ে তুলতে সবসময় বদ্ধপরিকর। উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন আইকনিক স্টার অ্যাওয়ার্ড তাদেরকে প্রদান করে।
Publisher & Editor