শুটিং সেটে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক-অভিনেতা সাজিদ খান। রবিবার অস্ত্রোপচারও হয়েছে তাঁর। পরিচালকের অসুস্থতার খবর দিয়েছেন তাঁর বোন ফারাহ খান। তিনি জানিয়েছেন, অভিনেতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
জানা গেছে, শনিবার ঘটনাটি ঘটে। একতা কাপুর প্রোডাকশনের একটি প্রজেক্টের শুটিং চলছিল। শুটিং সেটে আহত হন সাজিদ। পায়ে আঘাত পান তিনি।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায় পা ভেঙে গেছে সাজিদের। চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সূত্রের খবর, অস্ত্রোপচার সফল হয়েছে।
অস্ত্রোপচারের পর দুর্ঘটনার খবর প্রকাশ্যে আনা হয়েছে।
সাজিদের দিদি ফারাহ জানিয়েছেন, অস্ত্রোপচার না হওয়া পর্যন্ত সবাই খুব চিন্তায় ছিলেন। সেই কারণে খবর দেওয়ার সময় হয়নি। অস্ত্রোপচারের পর সাজিদ সুস্থ হতেই সবাইকে জানানো হয়েছে।
Publisher & Editor