বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ব্যাটারদের জন্য আয়ারল্যান্ডের সংগ্রহ এত বেশি না—বাংলাদেশি পেসার

প্রকাশিত: ০৮:১২, ১১ নভেম্বর ২০২৫ | ১০

সিলেট টেস্টে ক্যাচ মিস না করলে হয়তো আজই অলআউট হতো আয়ারল্যান্ড। সঙ্গে তাদের দলীয় সংগ্রহটাও ৮ উইকেটে ২৭০ রান হতো না। কেননা জীবন পেয়ে তাদের দুই ব্যাটার পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেল ফিফটি করেছেন।

সে যাই হোক প্রথম দিন শেষে এই সংগ্রহকেও খুব বড় বলে মনে করছেন না হাসান মাহমুদ।

দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন বাংলাদেশি পেসার। তিনি বলেছেন, ‘আমরা খুব ভালো পজিশনে আছি এখন। সকালে উইকেট নিতে পারলে ভালো হবে। আমাদের ব্যাটিং ইউনিটের জন্য এই রান অত বেশি না, আশা করি এটা চেইজ করা যাবে।

উইকেট ব্যাটিং সহায়ক বলেই এমনটা আশা করছেন হাসান। তিনি বলেছেন, ‘উইকেটটা খুব ভালো, ব্যাটিংয়ের জন্য। আমরা অনেক ডিসিপ্লিনড বোলিং করেছি। বোলিংয়ে ইকোনমি রেট ৩ করে আছে।

মনে হয় ভালোভাবেই শেষ করেছি। ৩০০ রান। এখন ৩০০ রান অত বেশি বলব না। আমরা চেষ্টা করছি যত কমে রাখা যায়। তবে ব্যাটিং উইকেটে এমন হবেই।

যদি তাদের কালকে অলআউট করে দিতে পারি আমরা ভালো শুরু করে ভালো ইনিংস গড়তে পারলে ভালো হবে।’
ক্যাচ মিস করাকে খেলার অংশ মনে করেন হাসান। ২৬ বছর বয়সী পেসার বলেছেন, ‘এটা পার্ট অব দ্যা গেইম ক্যাচ ছাড়াটা। আমরা পজিটিভ হিসেবে নেই, সুযোগ আসছে। একটু খারাপ লাগে আরকি। রেডি থাকি আরকি পরেরটার জন্য। সবাই চেষ্টা করছে।’

স্টার্লিংয়ের ক্যাচ ছাড়ার সময় হাতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তাতে একটা শঙ্কা জেগেছিল অফ স্পিনার বল করতে পারবেন কিনা। সেই শঙ্কা উড়িয়ে পরে দিনের সেরা বোলারই হয়েছেন। সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া স্পিনারকে নিয়ে হাসান বলেছেন, ‘মিরাজ ভাই চোট পাওয়ার পর যেভাবে কামব্যাক করেছে। বোলিংয়ে জন্য, দলের জন্য যেভাবে কামব্যাক করেছে অনেক বড় একটা জিনিস। জুনিয়ররা যারা দেখছে সবাই অনেক কিছু শিখবে। অনেক অনুপ্রেরণার। উনার থেকে এটা আশা করা যায় সিনিয়র ক্রিকেটার হিসেবে।’

Mahfuzur Rahman

Publisher & Editor