ক্যারিয়ারের সুসময় পার করছেন শাকিব খান। বছর কয়েক আগে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে ঢালিউডে নতুন এক প্রত্যাবর্তন ঘটে ঢাকাই সিনেমার এ শীর্ষ নায়কের। এরপর থেকে একের পর এক সিনেমায় চমক দেখিয়ে যাচ্ছেন তিনি।
এরমধ্যে খবর, নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান।
নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমাটি পরিচালনা করবেন বিজ্ঞাপন নির্মাণ করে পরিচিতি পাওয়া আজমান রুশো। এটি হতে যাচ্ছে এই পরিচালকের প্রথম সিনেমা। এমনটা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন একাধিক ঘনিষ্ঠ সূত্র।
কিছুদিন আগেই প্রযোজনা প্রতিষ্ঠান সান কমিউনিকেশনের সঙ্গে দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।
এই সিনেমাটি তারই একটি।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে রোমান্টিক গল্পে। তবে এখনো নাম চূড়ান্ত হয়নি।
এও জানা গেছে, সিনেমাটিতে শাকিবের বিপরীতে কে থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি।
নায়িকা ছাড়াও ছবিটির কাস্টিংয়ে থাকবে নানা চমক। সব কিছু ঠিক থাকলে সিনেমাটির শুটিং শুরু হবে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি থেকে।
একটানা শুটিংয়ের মধ্য দিয়ে দেশ ও দেশের বাইরে এর কাজ হবে। এরপর আগামী বছরের ঈদুল আজহায় অর্থাৎ কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি পাবে।
এদিকে শাকিব খান এখন ব্যস্ত রয়েছেন তার ‘সোলজার’ সিনেমা নিয়ে।
সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের দুই ঈদের মাঝামাঝি কোনো সময়ে।
Publisher & Editor