বুধবার, ১২ নভেম্বর ২০২৫

মাহমুদুলের সেঞ্চুরিতে ছুটছে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪১, ১২ নভেম্বর ২০২৫ |

সিলেট টেস্টের তৃতীয় সেশনের শুরুতেই জর্ডান নিলের বলে গালি অঞ্চল দিয়ে চার মেরে ঘরের মাঠে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদুল হাসান জয়। তবে এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার ডারবানে টেস্টে সেঞ্চুরি করেছিলেন জয়। 

আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া ম্যারাথন ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কা মেরে ১১৭ রানে অপরাজিত আছেন তিনি।

অন্য প্রান্তে মুমিনুল ৩১ রানে অপরাজিত আছেন।
এর আগে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হওয়ার পর রান তাড়ায় সাদমান ইসলামের সঙ্গে নামেন মাহমুদুল। দুইজনের ফিফটিতে ১৬৮ রানের জুটি পায় বাংলাদেশ। সাদমান ৮০ রান করে ফিরলেও মাঠে মুমিনুলের সঙ্গে জুটি গড়েন মাহমুদুল।
 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৩ ওভারে ২৩১ রান করেছে স্বাগতিকরা, হাতে আছে ৯ উইকেট। 

Mahfuzur Rahman

Publisher & Editor