ঢাকার সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী আয়োজিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স ২০২৫ শেষ হয়েছে নানা আলোচনা ও প্রশংসার মধ্য দিয়ে, তবে শেষ মুহূর্তের এক অব্যবস্থাপনা ছায়া ফেলেছে পুরো আয়োজনের ওপর। আমন্ত্রণপত্র থাকা সত্ত্বেও অনেক সাংবাদিককে প্রবেশের অনুমতি না দেওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
রবিবার ও সোমবার অনুষ্ঠিত এই কনফারেন্সে দেশের ৬৪ জেলা ও ৮টি বিভাগের ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি এবং ক্রীড়া কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় দিন, যা একই সঙ্গে ছিল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষেও, সেই দিনই ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
অনেক সাংবাদিক এই অনুষ্ঠানে ঢুকতে না পারার জন্য আজ বুধবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম।
ভিডিওবার্তায় তিনি বলেন, ‘গত ১০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান ও টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটি আয়োজন করেছিলাম। আমি নিজে আপনাদের দাওয়াত দিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে বাইরে এসে দেখলাম, আপনাদের যথাযথ সম্মান দেখানো হয়নি।
এটি আমাদের ব্যর্থতা। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, এবং আমার পক্ষ থেকেও, আন্তরিকভাবে আমরা ক্ষমাপ্রার্থী।’
বিসিবি সভাপতি আরো আশ্বাস দেন যে এই ঘটনার কারণ খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, ‘আপনাদের কথা দিচ্ছি, কোন বিভাগের ত্রুটিতে এই ব্যর্থতা ঘটেছে, তা তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে, ক্রিকেটের উন্নয়নে ও এগিয়ে যাওয়ায় অন্যতম বড় একটি অংশীদার হচ্ছেন আপনারা।
ভুল আমরা করেছি। ভবিষ্যতে চেষ্টা করব এ ধরনের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সবাই মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন এবং সব সময় আমাদের যেভাবে সহযোগিতা করেছেন আশা করি সেভাবে শুধু সহযোগিতাই করবেন না, আমাদের এই যাত্রার একটি অংশ হয়ে থাকবেন।
আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।’
Publisher & Editor