বুধবার, ১২ নভেম্বর ২০২৫

অ্যাশেজের আগে অস্ট্রেলিয়া দলে স্বস্তি

প্রকাশিত: ০৫:৪১, ১২ নভেম্বর ২০২৫ |

অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির খবর। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম অ্যাশেজ টেস্টের দলে ফিরতে চূড়ান্ত অনুমতি পেয়েছেন পেসার জশ হ্যাজলউড। তবে আরেক ফাস্ট বোলার শন অ্যাবটকে ছিটকে যেতে হয়েছে চোটের কারণে।

দুজনই গত বুধবার শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন।

স্ক্যানে দেখা গেছে, ৩৪ বছর বয়সী হ্যাজলউডের সমস্যা গুরুতর নয়। কিন্তু ৩৩ বছর বয়সী এখনো টেস্ট না খেলা অ্যাবটের ‘মাঝারি মাত্রার’ চোট ধরা পড়েছে।

অধিনায়ক প্যাট কামিন্স পিঠের ইনজুরির কারণে ২১ নভেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। তাই হ্যাজলউডকেও হারানো অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হতো।

তবে অ্যাবটের প্রথম টেস্টে খেলার সম্ভাবনা খুব একটা ছিল না। পার্থে অনুষ্ঠিতব্য ম্যাচে হ্যাজলউডই মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সঙ্গে বিশেষজ্ঞ পেসার হিসেবে মাঠে নামার কথা।

পিঠের ইনজুরি থেকে সেরে ওঠা কামিন্সকে দ্বিতীয় টেস্টে (৪ ডিসেম্বর শুরু, ব্রিসবেনে) ফিরতে দেখা যেতে পারে। তার অনুপস্থিতিতে দলটির নেতৃত্ব দেবেন ব্যাটার স্টিভ স্মিথ।

Mahfuzur Rahman

Publisher & Editor