রবিবার, ১৩ জুলাই ২০২৫

ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:৫৭, ১২ জুলাই ২০২৫ |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা হবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মাধ্যমে। গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, রাশিয়া নিয়ে তিনি আগামী সোমবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন। তবে কী ঘোষণা, তা স্পষ্ট করেননি তিনি। সাম্প্রতিক দিনগুলোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধ বন্ধে অগ্রগতির ঘাটতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, সোমবার রাশিয়া নিয়ে বড় একটা ঘোষণা দেব।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউক্রেনের মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে, যাতে যুক্তরাষ্ট্র ন্যাটোকে অস্ত্র সরবরাহ করবে এবং ন্যাটো পুরো খরচ বহন করবে।

ট্রাম্প আরও বলেন, ‘আমরা ন্যাটোকে অস্ত্র পাঠাচ্ছি এবং ন্যাটো শতভাগ মূল্য দিচ্ছে। তারপর ন্যাটো সেই অস্ত্র ইউক্রেনকে দেবে।’

বিষয়টি সম্পর্কে জানা দুটি সূত্র বলেছে, প্রথমবারের মতো ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় ‘প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথরিটি’ ব্যবহার করে ইউক্রেনকে অস্ত্র পাঠাবেন। এই ক্ষমতা অনুযায়ী, প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার থেকে জরুরি অবস্থায় মিত্রদেশকে সরাসরি অস্ত্র দিতে পারেন। এক সূত্র জানিয়েছে, এ প্যাকেজের সম্ভাব্য মূল্য হতে পারে প্রায় ৩০০ মিলিয়ন ডলার।

গত মঙ্গলবার ট্রাম্প বলেন, রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্র আরও অস্ত্র পাঠাবে। প্যাকেজে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো প্রতিরক্ষাব্যবস্থা ও মাঝারি পাল্লার আক্রমণাত্মক রকেট অন্তর্ভুক্ত থাকতে পারে। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন শুধু জো বাইডেনের অনুমোদিত অস্ত্রই পাঠিয়েছে। হোয়াইট হাউস ও পেন্টাগন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

Mahfuzur Rahman

Publisher & Editor