বয়স এখনো চার বছর হয়নি। এর মধ্যেই ছেলে ঈশান যে এমন কাজ করবে- তা ভাবতেই পারেননি টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। ২০২৫ সালের সেপ্টেম্বরে যার বয়স চার বছর পূর্ণ হবে, সে কিনা অলৌকিক কর্ম করে বসে আছে। এ দেখে তার মায়ের ধারণা— অনেক শিশুর থেকে সে এগিয়ে রয়েছে।
অভিনেত্রীর চোখের মণি ছেলে ঈশান দাশগুপ্ত। তার সবটা জুড়ে এখন শুধুই ঈশান। ছেলের ছোট থেকে বড় হওয়ার কোনো মুহূর্তই হারাতে চান না নুসরাত জাহান। তাই আগের চেয়ে কাজের পরিমাণও কমিয়ে দিয়েছেন। চেষ্টা করছেন যত বেশি সময় ঈশানকে দেওয়া যায়। তার ছোট ছোট সাফল্য সবসময় উপভোগ করার চেষ্টা করেন অভিনেত্রী।
তেমনই একটা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন নুসরাত জাহান। সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, দুটো আটার রুটি। অনেকে ভাবতেই পারেন এই স্যাঁকা রুটির আবার কী বিশেষত্ব রয়েছে?
তবে এ বিষয়ে অভিনেত্রী সেই ছবির ক্যাপশনে লিখেছেন—ছেলে যখন রান্না করতে যায়, আমি ধন্য। কী দারুণ দক্ষভাবে রুটি তৈরি করেছে সে। এ কথা অনেকে ভাবতেই পারবেন না।
এদিকে নেটিজেনদের একাংশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন— ছোট ঈশান মায়ের গুণ পেয়েছে। নুসারত যেমন সুন্দর ছবি আঁকতে পারেন, তেমনই ভালো রান্নাও করতে পারেন।
আরেক নেটিজেন লিখেছেন— বিরিয়ানি থেকে কেক, অভিনেত্রীর হাতের তৈরি খাবার যারাই খেয়েছেন, প্রশংসা করেছেন। এত ছোট বয়সে ঈশানের এই গুণ দেখে অনেকেই নুসরাতকে বাহবা দিচ্ছেন৷
উল্লেখ্য, জন্মের পর ছেলে ঈশানকে অনেক দিন ধরেই ক্যামেরা থেকে দূরে রেখেছিলেন অভিনেত্রী। ২০২৪ সালে তৃতীয় জন্মদিনে প্রথমবার ভালোভাবে ছেলেকে প্রকাশ্যে আনেন নুসরাত জাহান। জন্মের পর অনেক বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। ছেলের পিতৃপরিচয় নিয়ে বিস্তর সমালোচনার মুখে পড়েন তিনি। অভিনেতা যশ দাশগুপ্তই যে ঈশানের বাবা, তা তার জন্মের প্রশংসাপত্রেই পরিষ্কার করে দেন নুসরাত জাহান।
Publisher & Editor