প্রাণের আমেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ৬ জুলাই রোববার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী-আমেরিকান পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশন ইউএসএ’র বার্ষিক বনভোজন। নিউইয়র্কের ওয়েস্টচেষ্টার কাউন্টির জর্জ’স আইল্যান্ড পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশী-আমেরিকান পোস্টাল এ্যামপ্লয়িদের এ মিলনমেলা। দিনব্যাপী আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, মজাদার খাবার, শিশু-কিশোর ও বড়দের জন্য নানা রকম খেলাধুলা ছাড়াও ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশী-আমেরিকান পোস্টাল এ্যামপ্লয়ি ও তাদের পরিবারের সদস্যরা বনভোজনে অংশ নিয়ে উপভোগ করেন নির্মল আনন্দ।
সংগঠনের সভাপতি মো. ফারুক হোসেন মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুঃ এন আলম মিনার পরিচানায় ও পিকনিক কমিটির আহবায়ক মতিলাল দাস, সমন্বয়কারী আসমা জাহান, সদস্য সচিব উত্তম সমদ্দারের সহযোগিতায় কার্যকরী ও পিকনিক কমিটির কর্মকর্তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদানের মধ্য দিয়ে বনভোজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত সহ বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নের্তৃবৃন্দ সহ সকলে অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুইন্স সোশ্যাল এডাল্ট ডে কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আলী, সিনিয়ার সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, সাহিত্য সম্পাদক হাসান জিলানী, মর্টগেজ প্রফেশনাল ক্রিস রুদ্র এমবিএ, ফ্যামিলী ওয়েলফেয়ার অব গোপালগঞ্জ ডিষ্টিক্ট ইউএসএ ইনক’র সাধারণ সম্পাদক আজিমুল হক শেখ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, সদস্য মোতাহার হোসেন, কামরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সৈয়দ এম এ রেজা, বাংলাদেশ সোহসাটির প্রাক্তন কোষাধ্যক্ষ নিশান রহিম, শেরপুর জেলা সমিতির সভাপতি প্রদোস চক্রবর্তী, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম ভূঁইয়া, মো: নুরুল আমিন, মোঃ আবু তাহের, প্রচার সম্পাদক মো: আবু বকর, কার্যকরী সদস্য মোঃ ফয়েজ আহমেদ, মোঃ ওসমান ও ওমর ফারুক, প্রবাসী মতলব সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
বনভোজনে সকল বয়সীদের অংশ গ্রহনে খেলা-ধুলা অনুষ্ঠিত হয়। খেলাধুলা পরিচালনা করেন ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন রাজু, সহযোগিতায় ছিলেন সানি গোপ, মোজাম্মেল হক, বাবুল হোসেন সানি, পাভেল মাহমুদ প্রমুখ। উপস্থিত শিশুদের মাঝে খেলনা বিতরষ করা হয়। সদস্য পরিবার সহ সকল প্রবীণ পুরুষ-মহিলাদের মাঝে টি শার্ট এবং সদস্য ও আমন্ত্রিত অতিথিদের মগ উপহার দেওয়া হয়। গিফ্ট প্রদান করেন সাধারণ সম্পাদক মুঃ এন আলম মিনা ও সাজ্জাদ হোসেন, মোজাম্মেল হক ও উত্তম সমদ্দার।
খাবার পরিবেশনে তত্বাবধায়নে ছিলেন নির্বাহী সদস্য মাহবুবুর রহমান বিপু, দপ্তর সম্পাদক লোকমান ইসলাম, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন রাজু সাজ্জাদ, পাভেল মাহমুদ, মোঃ কামাল, আসিফ ইকবাল, প্রশান্ত সাহা, উত্তম সমাদ্দার, ফয়সাল আহমেদ, বিপ্লব বিশ্বাস সহ আরও অনেকে। সার্বক্ষনিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি মোঃ ফারুক হোসেন মজুমদার ও সাধারন সম্পাদক মুঃ এন আলম মিনা। শেষে খেলাধুলা ও র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন সংগঠনের নের্তৃবৃন্দ, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাহফুজুল হকসহ আমন্ত্রিত অতিথিগণ। সাধারন সম্পাদক মুঃ এন আলম মিনার পরিচালনায় এসময় সহযোগিতায় ছিলেন সভাপতি ফারুক হোসেন মজুমদার, পকনিক কমিটির আহবায়ক মতিলাল দাস, সমন্বয়কারী আসমা জাহান, সদস্য সচিব উত্তম সমদ্দার।
আয়োজক সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান, অসীম সাহা, মনিরুল ইসলাম, মোঃ মুছা, সাধারণ সম্পাদক মুঃ এন আলম মিনা, সভাপতি ফারুক হোসেন মজুমদার, ইভেন্ট আহবায়ক মতিলাল দাস, উত্তম সমাদ্দর, আছমা জাহান, সানি গোপের তত্বাবধায়নে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। খাবারের আয়োজনে ছিল সকালের নাস্তা, তরমুজ, চিপস, দুপুরের খাবার, মুড়ী-ছোলা চানাচুর। খাবার শেষে পান, মিষ্টি এবং চা এর মধ্য দিয়ে আপ্যায়ন করা হয়। সংগঠনের সদস্য পরিবার সহ আমন্ত্রিত অতিথিদের অংশ গ্রহনে এক আনন্দময় পরিবেশ ও মিলন মেলায় পরিনত হয় বনভোজনটি। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী প্লামী গোপ ও চৈতালী কুন্ডু। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন বনভোজনপ্রেমী প্রবাসীরা। অতিথি ও সদর্যরা আনন্দঘন আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।
সভাপতি ফারুক হোসেন মজুমদার ও সাধারন সম্পাদক মুঃ এন আলম মিনা পিকনিকে সহযোগিতা করার জন্য সংগঠনের সকল কর্মকর্তাসহ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। র্যাফেল ড্র সহ বিভিন্নভাবে সহযোগিতাকারীদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
Publisher & Editor