রবিবার, ১৩ জুলাই ২০২৫

নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র উৎসবমুখর বনভোজন

প্রকাশিত: ০৭:০১, ১১ জুলাই ২০২৫ | ১৫

নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র বনভোজন। গত ৫ জুলাই ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে প্রাকৃতিক মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় কুমিল্লাবাসীর এ মিলন মেলা। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক কুমিল্লাবাসীর উপস্থিতিতে পার্কটি হয়ে ওঠে একখন্ড বাংলাদেশ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন সরকার ও সাবেক সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলবার্ট আইনস্টাইন হসপিটালের ডাক্তার সালেহ আহমদ সুমন, এমডি। বিশেষ অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো: আবদুল খালেক, প্রধান নির্বাচন কমিশনার আবুল বাশার মিলন, প্রধান উপদেষ্টা আবুল খায়ের আকন্দ, সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, সিনিয়র সহ সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, সহ সাধারণ সম্পাদিকা সালামা সুমি, কার্যকরী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, কোষাধ্যক্ষ্ সাহিন আলম, আগা রুমেল, কামাল হোসেন, বিল্লাল হোসেন, শাহজালাল জয়, সাবেক সভাপতি ভিপি শাহ আলম, আবু তাহের ভূইয়া, বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সাবেক সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, বৃহত্তর দাউদকান্দি সমিতির সাবেক সভাপতি ইয়ার আহম্মেদ পাটোয়ারী, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমরিকার সাবেক সভাপতি প্রফেসর মনির খাঁন, সিলেটি সুইটের কর্ণধার টিপু, বলাকা ওয়েলফেয়ারের সাবেক সভাপতি আজহারুল ইসহাক খোকা, ফেরদৌস আলম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাছির, কাদেরিয়া বাহিনীর বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আবু তালেব চৌধুরী চান্দু, প্রিন্সিপাল মোঃ ছানাউল্লাহ, কাজী রবিউজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হাফেজ মাওলানা এইচ এম মিজানুর রহমান, পবিত্র গীতা থেকে পাঠ পাঠ করেন বিজয় কৃষ্ণ সাহা। কুমিল্লা জেলাবাসী ছাড়াও নিউইয়র্কের নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বনভোজনের বিশেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন খেলাধুলার। সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিম ইব্রাহীম, রায়হান তাজ, প্রমি তাজ ও সিনথিয়া। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শক-শ্রোতারা উপভোগ করেন দারুণভাবে।

শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বনভোজন আমাদের বাঙালীর সংস্কৃতির একটি অংশ। এধরণের আয়োজন আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত করার একটি সুযোগ। বক্তারা নিজেদের আনন্দ-উৎসবের পাশাপাশি বেশি বেশি রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের আর্ত মানবতার সেবায় ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
সংগঠনের সভাপতি জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক রিপন সরকার অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

Mahfuzur Rahman

Publisher & Editor