রবিবার, ১৩ জুলাই ২০২৫

নিউইয়র্কে মাদারীপুর জেলা সমিতির জমকালো বনভোজন!

প্রকাশিত: ০২:৫৪, ০৯ জুলাই ২০২৫ | ২২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাদারীপুর জেলা সমিতি ইউএসএর উদ্যোগে হয়ে গেল এক জমকালো পিকনিককের আয়োজন। ২৯ জুন নিউইয়র্কের অদূরে লং আইল্যান্ডের বেলমন এভিনিউয়ে এই বনভোজনের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশীরা। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নানা শ্রেণীপেশার মানুষ এই আয়োজন উপভোগ করেন। বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের খেলার আয়োজন ছিল। এছাড়া ছিল র‌্যাফল ড্র। কোলাহল মুক্ত পরিবেশে আনন্দে মেতে উঠেন সবাই।

আয়োজনে ইভেন্ট পার্টনার হিসেবে ছিল- আশরাফ চৌধুরী খোকনের ইটারনাল কেয়ার সার্ভিস , ইম্পেয়ার কেয়ার এজেন্সির মোহাম্মদ সিদ্দিক নভির,সাফায়েত খান, মেহেক এক্সক্লুসিভ কালেকশন, হেমায়েত হোসেন হিমু জে আর নীট ফেব্রিক্স, সানাই রেস্টুরেন্ট এন্ড পার্টি হল, ড্রিমস ডোর ফ্যাশন, রাজিব সজিব, নরসিংদী জেলা সমিতি ইউএসএ এবং রিঙ্কুস জুয়েলারি,জনাব সৈয়দ শফিকুল আলম ,টেষ্ট অফ বেংগল,আনন্দ ড্রাইভিং স্কুল বিগহেমন্টন।আরো ছিলেন লিটন হাওলাদার -বিষিষ্ট ব্যবসায়ী নিউজার্সি ,বাফোলো থেকে আগত অতিথিবৃন্দ। পিকনিক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মাদারীপুর জেলা সমিতির সভাপতি জিয়াউর রহমান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন একটি পিকনিক আয়োজন করতে পেরেছি। আগামীতে আরও সুন্দরভাবে সবার পরামর্শ নিয়ে পিকনিকের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমিতি, ইউএসএ ইনক-এর সভাপতি শামিম গফুর এবং সাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল। শামিম গফুর বলেন, প্রবাসে আমরা আমাদের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে চাই। এহসানুল হক বাবুল বলেন, প্রবাসে থেকেও আমরা মাদারীপুরবাসীর পাশে থাকতে চাই।

মাদারীপুর জেলা সমিতির সভাপতি হলেন জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক রাসেল আকন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন মো. আক্তারুজ্জামান, হেমায়েত হোসেন হাওলাদার, আবুল কালাম খান, অ্যাডভোকেট শহীদ আকতার, হাফিজুল করিম, ডাক্তার মোহাম্মদ আলী, ডাক্তার মশিউর রহমান, মোতাহার হোসেন, মতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মাহবুব আলম, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এনায়েত হোসেন, সহ-সভাপতি সৈয়দ শফিকুল আলম, সহ-সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সহ-সভাপতি এইচ এম সাইয়েদ আহমেদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন হিমু, সহ-সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম মিল্টন, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান গোলাপ, দপ্তর সম্পাদক মোঃ মাসুদুর রহমান, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম মুরাদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোশারফ হাওলাদার, ক্রীড়া সম্পাদক নাজমুল হাসান শান্ত, সব ক্রীড়া সম্পাদক নাহিয়ান আকতার, ধর্ম বিশ্বাস সম্পাদক মোঃ শহীদ শরীফ, মহিলা বিষয়ক সম্পাদক সায়মা সুলতানা, সদস্য রফিকুল কিবরিয়া, খোকন মল্লিক, মাহমুদুল হাসান, হুমায়ুন আকতার, নিশাদ খান, মোহাম্মদ সজীব, মামুন মীর, মোঃ শহীদুজ্জামান ও বেলাল হোসেন।

এছাড়াও সমন্বয় হিসাবে আছেন এ এস এম গোলাম মাওলা আকন্দ ,আব্দুল হাই হাওলাদার ,নাহিদ হাওলাদার। এই আয়োজন প্রবাসী বাংলাদেশি মাদারীপুর বাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতিফলন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজনে সক্রিয় থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন।

Mahfuzur Rahman

Publisher & Editor