সোনালি এক্সচেঞ্জ কোম্পানি ইনকর্পোরেটেড (Sonali Exchange Co. Inc., USA) এর জন্য যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের ব্যাংকিং বিভাগ (Department of Banking – DOB) নতুন মানি ট্রান্সমিটার লাইসেন্স অনুমোদন করেছে। এই অনুমোদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রবাসী বাংলাদেশীদের জন্য আরও নিরাপদ, দ্রুত ও সহজ রেমিট্যান্স সেবা প্রদান করতে পারবে। সোনালি এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মোহসিন কবির জানিয়েছেন, “আমরা আমাদের কমিউনিটির কাছে আরও কাছাকাছি পৌঁছাতে এবং বিশ্বস্ত ও নিরাপদ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রবাসী বাংলাদেশীদের জন্য সহজ, দ্রুত এবং সাশ্রয়ী রেমিট্যান্স সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সোনালি এক্সচেঞ্জ কার্যক্রম পরিচালনা করবে। নতুন লাইসেন্সের অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটি কানেকটিকাট রাজ্যের অধীনে বৈধভাবে মানি ট্রান্সমিটার সেবা চালাতে পারবে। গ্রাহকরা সোনালি এক্সচেঞ্জ (SECI) মোবাইল অ্যাপ এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহজেই লেনদেন করতে পারবেন এবং ট্র্যাকিং ও রিপোর্ট নিতে পারবেন। এছাড়া সরাসরি সাহায্যের জন্য 212-808-0790 নম্বরে যোগাযোগ করা যায়। সেবা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপলব্ধ। বিস্তারিত তথ্যের জন্য: https://www.sonaliexchange.com – এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Publisher & Editor