শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

নিউইয়র্ক ইন্টারন্যাশনাল বাংলা বইমেলা ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স

প্রকাশিত: ০৫:২৫, ১৯ জানুয়ারি ২০২৬ | ১২

নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল বাংলা বইমেলা ২০২৬ উপলক্ষে এক প্রেস কনফারেন্স ১৪ জানুয়ারি ঢাকাস্থ বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এই সংবাদ সম্মেলনে বইমেলার লক্ষ্য, পরিকল্পনা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল বাংলা বইমেলা প্রবাসীসহ বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বইমেলার ৩৫তম আসর (২০২৬)-এর আহ্বায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। প্রেস কনফারেন্সটি সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিকার ডা. ফারুক আজম। উপস্থিত ছিলেন মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য ডা. ফাতেমা আহমেদ, কবি ইউসুফ রেজা এবং বিভিন্ন বিশিষ্ট লেখক, কবি ও প্রকাশকবৃন্দ।

Mahfuzur Rahman

Publisher & Editor