গত বছরের মাঝামাঝিতে ‘সর্দার জি ৩’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে পাকিস্তানি তারকা হানিয়া আমিরের। এছাড়াও ২০২৪ সালে ‘কাভি মে কাভি তুম’ সিরিয়ালে অভিনয় করে দর্শক–সমালোচকদের প্রশংসা কুড়ান হানিয়া আমির। এরপর কিছুদিন তাকে নতুন কোনো ধারাবাহিকে দেখা যায়নি। প্রায় এক বছর বিরতির পর আবারও টেলিভিশনে ফিরেছেন এই জনপ্রিয় তারকা।
এবার তিনি অভিনয় করছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালে। এই নাটকে প্রথমবারের মতো তার বিপরীতে দেখা গেছে বিলাল আব্বাস খানকে। আইরা ও কাময়ার চরিত্রে এই জুটির অভিনয় দর্শকের নজর কেড়েছে।
২০২৫ সালের ৭ নভেম্বর এআরআই ডিজিটালে প্রচার শুরু হয় ‘মেরি জিন্দেগি হ্যায় তু’। ইউটিউবে প্রতিটি পর্বই কোটির বেশি ভিউ পাচ্ছে। চলতি বছরের জানুয়ারির শুরুতেই সিরিয়ালটির মোট ভিউ ছাড়িয়েছে ৬০০ মিলিয়ন।
সিরিয়ালটি ঘিরে ব্যাপক আলোচনা চলছে। পাকিস্তানের বাইরে বাংলাদেশ ও ভারতেও দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে এটি। প্রেম, বিশ্বাস, ভুল–বোঝাবুঝি ও আবেগের টানাপোড়েনকে কেন্দ্র করে গল্প এগিয়েছে, যেখানে কাময়ার ও আইরার সম্পর্ককে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। বিশেষ করে হানিয়া আমির ও বিলাল আব্বাস খানের পর্দার রসায়ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছে।
তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও রয়েছে। ধীরগতির গল্প বলা ও অতিরিক্ত ফ্ল্যাশব্যাক ব্যবহার নিয়ে কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেছেন। দর্শকদের মতে, চিত্রনাট্য আরও সংক্ষিপ্ত ও ঝরঝরে হতে পারত।
সিরিয়ালের টাইটেল গানটিও আলাদা করে জনপ্রিয়তা পেয়েছে। গানটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে। সিক্স সিগমা প্লাসের প্রযোজনায় ধারাবাহিকটি নির্মাণ করেছেন মুসাদ্দিক মালেক।
এদিকে, ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’ ও ‘আনা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।
Publisher & Editor