গ্র্যান্ড স্লামে নিজের শততম ম্যাচে নামলেও বিশেষ কোনো বেগ পেতে হয়নি কার্লোস আলকারাজকে। শুক্রবার (২৩ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ফ্রান্সের কোরেন্তিন মওতেতকে সরাসরি তিন সেটে হারিয়ে অনায়াসেই শেষ ষোলো নিশ্চিত করেন বর্তমান শীর্ষ বাছাই এই তারকা।
রড লেভার এরেনায় ২২ বছর বয়সী ছয়বারের গ্র্যান্ড স্লামজয়ী আলকারাজ ছিলেন দুর্দান্ত ছন্দে। ২ ঘণ্টা ৫ মিনিটের ম্যাচে তিনি ৬-২, ৬-৪ ও ৬-১ গেমে প্রতিপক্ষকে পরাস্ত করেন।
শেষ আটে ওঠার লড়াইয়ে এবার আলকারাজের সামনে চ্যালেঞ্জ হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের ১৯তম বাছাই টমি পল। মেলবোর্ন পার্কে এখনো পর্যন্ত চারবার খেলেও কোয়ার্টার ফাইনালের স্বাদ পাননি আলকারাজ। তার ক্যারিয়ারে একমাত্র অনুপস্থিত গ্র্যান্ড স্লাম শিরোপা অস্ট্রেলিয়ান ওপেন। এই আসরে শিরোপা জিততে পারলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্লামই জয়ের কীর্তি গড়বেন তিনি।
গ্র্যান্ড স্লামে শততম ম্যাচে নেমে এটি ছিল আলকারাজের ৮৭তম জয়, যেখানে তার হার মাত্র ১৩টি ম্যাচে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তিনি ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি বিয়র্ন বোর্গের রেকর্ড।
Publisher & Editor