নিউইয়র্কে আন্তর্জাতিক সেবামূলক সংস্থা লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের আওতায় নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর অন্তর্ভুক্ত প্রথম ‘নিউইয়র্ক সাইবার বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাব’-এর অভিষেক ও চার্টার নাইট ২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জানুয়ারি শনিবার নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ডিস্ট্রিক্ট ও ক্লাবের নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি এবং কমিউনিটি নেতারা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনিয়া সিরাজ, আহসান হাবিব এবং মেম্বার সেক্রেটারি লায়ন অনিক রাজ। নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২০-আর ২ ছাড়াও ডিস্ট্রিক্ট কে-২ এবং বিভিন্ন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয়।
অভিষেক অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে সাইবার বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের অভিষিক্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং চার্টার সার্টিফিকেট প্রদান করেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের পাস্ট ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট লায়ন ডগলাস আলেক্সান্ডার। তিনি তাঁর বক্তব্যে নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, মাল্টিপল ডিস্ট্রিক্ট ২০, ডিস্ট্রিক্ট ২০-আর ২ এবং সংশ্লিষ্ট ক্লাবের কনস্টিটিউশন ও বাই-লজ অনুসরণ করে মানবসেবামূলক কার্যক্রমে আত্মনিয়োগ করাই একজন লায়নের মূল দায়িত্ব।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৮-এর অ্যাসেম্বলি উইম্যান জেনিফার রাজকুমার, ডিস্ট্রিক্ট ৩০-এর অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা এবং নিউইয়র্ক স্টেট ডিস্ট্রিক্ট ১৬-এর স্টেট সিনেটর জন সি লু। তাঁরা তাঁদের বক্তব্যে নতুন এই সাইবারভিত্তিক লায়ন্স ক্লাবের উদ্যোগকে সময়োপযোগী ও সমাজসেবায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইবার ও ভার্চুয়াল বিজনেস ক্লাবটির স্বপ্নদ্রষ্টা ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর সেকেন্ড ভাইস গভর্নর লায়ন শাহ নেওয়াজ এমজেএফ এবং নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের কো-ফাউন্ডার ও গোল্ডেন এইজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট লায়ন আমেনা নেওয়াজ।
ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর ডিগনিটারিজদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নানা স্মিথ, কেবিনেট ট্রেজারার লায়ন কাজী হোসেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর লায়ন গাব্রিয়েলা রেমিগো, ডিস্ট্রিক্ট জিএলটি কো-অর্ডিনেটর ও ফিন্যান্স চেয়ার লায়ন মারি মরিমতোসহ একাধিক পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর, জোন ও রিজিওন চেয়ার এবং বিভিন্ন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারিরা। এছাড়াও অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনকের সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. লুৎফুল করিম, বিভিন্ন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও সংবাদকর্মীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের ফাউন্ডার এবং ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর সেকেন্ড ভাইস গভর্নর লায়ন শাহ নেওয়াজ। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবসা ও শিল্পখাতকে সম্পৃক্ত করে মানবসেবার নতুন একটি দিগন্ত উন্মোচন করাই এই সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর কেবিনেট সেক্রেটারি লায়ন আহসান হাবিব। তাঁর সঙ্গে মেম্বার সেক্রেটারি লায়ন অনিক রাজ, কো-কনভেনার ও মার্কেটিং ডিরেক্টর লায়ন বদরুদ্দোজা সাগর এবং চিফ কো-অর্ডিনেটর ও রিয়েল এস্টেট ইনভেস্টর ও সিইও আম্পায়ার কেয়ার এজেন্সির লায়ন নুরুল আজিম অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
Publisher & Editor