বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলায় পুনরায় দূতাবাস চালুর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৬:২৭, ০৬ জানুয়ারি ২০২৬ |

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন দূতাবাস পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে দেশটির ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা আনাদোলুকে এমনটাই জানিয়েছেন। 

সোমবার নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, আমরা পুনরায় দূতাবাস খোলার প্রস্তুতি নিচ্ছি।’

তবে, পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে রোববার কারাকাসে মার্কিন যুক্তরাষ্ট্র তার দূতাবাস পুনরায় চালু করতে যাচ্ছে কিনা জানতে চাইলে, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা এটি নিয়ে ভাবছি।’

২০১৯ সালে ভেনেজুয়েলায় দূতাবাস বন্ধ করে দেওয়া হয়।

ট্রাম্প, বিরোধী দলীয় আইনপ্রণেতা জুয়ান গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এবং নিকোলাস মাদুরোর ২০১৮ সালের পুনর্নির্বাচনকে অবৈধ বলে প্রত্যাখ্যান করার পর এই পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। 

তারপর থেকে, ভেনেজুয়েলায় মার্কিন দায়িত্ব প্রতিবেশী কলম্বিয়ার দূতাবাস থেকে পরিচালিত হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor