শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

সল্টলেক সিটিতে গির্জার সামনে গুলিবর্ষণ, নিহত ২

প্রকাশিত: ০৬:০৪, ০৮ জানুয়ারি ২০২৬ |

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের রাজধানী সল্টলেক সিটিতে একটি গির্জার বাইরে পার্কিং লটে ঝগড়ার এক পর্যায়ে নির্বিচার গুলিবর্ষণে অন্তত দুইজন নিহত হয়েছেন। 

বুধবার (৭ জানুয়ারি) সল্টলেক সিটির ‘চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস’ বা মরমো গির্জায় একটি অন্ত্যেষ্টিক্রিয়া বা স্মরণসভা চলার সময় বাইরে এই রক্তক্ষয়ী ঘটনাটি ঘটে। 

পুলিশের মুখপাত্র গ্লেন মিলস সাংবাদিকদের জানিয়েছেন, এই হামলায় অন্তত আটজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে এবং তিনজনের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। আহত বাকিদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

পার্কিং লটে কোনো একটি বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়েছিল এবং এক পর্যায়ে সেখানে গুলি চালানো হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পুলিশ জানিয়েছে যে, স্মরণসভা চলাকালীন আকস্মিক এই হামলায় গির্জা প্রাঙ্গণে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে হামলাকারীদের ধরতে বিশাল তল্লাশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার সময় গির্জায় উপস্থিত থাকা কয়েক ডজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এই তদন্তে পুলিশকে সহায়তার প্রস্তাব দিয়েছে। তবে পুলিশ স্পষ্ট করেছে, প্রাথমিক আলামত অনুযায়ী এটি কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মীয় গোষ্ঠীর ওপর পরিকল্পিত হামলা ছিল বলে তারা মনে করছেন না।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ‘চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস’ কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা বলেছে যে, উপাসনার জন্য নির্ধারিত পবিত্র কোনো স্থানে এই ধরনের সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক এবং তারা এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছে। 

সল্টলেক সিটি পুলিশ বিভাগ জানিয়েছে, পার্কিং লটে ঝগড়ার সূত্রপাত কীভাবে হয়েছিল এবং কতজন এই গুলিবর্ষণে সরাসরি অংশ নিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ এবং সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করতে ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে।

বন্দুক সহিংসতা আর্কাইভের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নির্বিচার গুলিবর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে এবং গত এক বছরে দেশটিতে চার শতাধিক এমন গণ-গুলিবর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। নতুন বছরের শুরুতেই এই মর্মান্তিক ঘটনাটি দেশটিতে বন্দুক নিয়ন্ত্রণ আইন এবং জননিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। 

সল্টলেক সিটির মেয়র এই ঘটনাকে শহরের জন্য একটি অন্ধকার দিন হিসেবে অভিহিত করেছেন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

সূত্র: রয়টার্স

Mahfuzur Rahman

Publisher & Editor