ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন রিপাবলিকান–দলীয় সিনেটর মাইক লি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলার পর তাকে উদ্ধৃত করে ইউটাহ অঙ্গরাজ্যের এই সিনেটর বলেন, বামপন্থী নেতা নিকোলা মাদুরোকে আটক করার পরই এ অভিযান শেষ হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাইক লি এসব কথা লেখেন। সেখানে তিনি উল্লেখ করেন, অভিযানের মূল লক্ষ্য ছিল মাদুরোকে আটক করা। সেই লক্ষ্য পূরণ হওয়ায় অভিযান শেষ হয়েছে বলে তিনি মনে করছেন।
এই ঘোষণার মাধ্যমে ভেনেজুয়েলাকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো ভেনেজুয়েলা সরকার বা দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Publisher & Editor