বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

অ্যালোভেরার পাতা কেটে সরাসরি মুখে মাখলে কী হতে পারে

প্রকাশিত: ১০:৫৭, ২৮ অক্টোবর ২০২৫ |

রূপচর্চায় অ্যালোভেরা অনেকটাই কার্যকর। আজও নামিদামি প্রসাধনীতে অ্যালোভেরা জেল ব্যবহার হয়। বেশিরভাগ সময়ে মানুষ বাজারচলতি অ্যালোভেরা জেলই মাখেন। কিন্তু অনেক অ্যালোভেরা জেলে বিভিন্ন ধরনের রাসায়নিক মেশানো থাকে।

সেগুলো ভেষজ হয় না। আবার কেউ কেউ বাড়িতে থাকা অ্যালোভেরার পাতা কেটে এর নির্যাস সরাসরি মুখে মেখে নেন। এটা কি ত্বকের জন্য আদৌ ভালো? চলুন, এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনে।

অ্যালোভেরা জেল অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর।

এতে ভিটামিন এ, বি, সি এবং ই-এর মতো উপাদান রয়েছে। ত্বক ভালো রাখতে অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার। সানবার্ন, ব্রণ, বলিরেখা, দাগছোপ কমাতে সাহায্য করে অ্যালোভেরা জেল। কিন্তু এই উপাদান গাছ থেকে সরাসরি ত্বকে লাগালে সমস্যায় পড়তে পারেন।

গাছ থেকে অ্যালোভেরার পাতা কেটে এর নির্যাস ত্বকে না লাগানোই ভালো। এতে ত্বকের সমস্যা বাড়তে পারে।
 
অ্যালোভেরার পাতা সরাসরি মুখে মাখলে কী হয়

অ্যালোভেরার পাতায় অ্যালোইনের নামের একটি যৌগ রয়েছে। পাতা কাটলে একটি হলুদ রঙের যে পদার্থ নির্গত হয়, তাই অ্যালোইন। এই পদার্থ ত্বকের সংস্পর্শে এলে ত্বকে র‍্যাশ বের হতে পারে।

তখন ত্বকের সমস্যা কমার পরিবর্তে জ্বালাভাব, চুলকানি, ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে। 

কিভাবে ব্যবহার করবেন টাটকা অ্যালোভেরা জেল

গাছ থেকে পাতা কেটে অ্যালোভেরা ত্বকে মাখা যায়। কিন্তু এর জন্য কিছু নিয়ম মানতে হবে। তার জন্য একটি পরিষ্কার অ্যালোভেরার পাতা বেছে নিন। পাতা কাটার পরে সেটি পানিভর্তি গ্লাস পনেরো মিনিট ডুবিয়ে রাখুন। এতে অ্যালোইন বা হলুদ রঙের পদার্থ বের হয়ে যাবে।

এর পরে অ্যালোভেরার পাতার খোসা ছাড়িয়ে নির্যাস বের করে নিন। এই নির্যাস ভালো করে পানিতে ধুয়ে নেবেন। তারপরে ওই নির্যাস মিক্সিতে পেস্ট করে নিন। প্রয়োজনে এতে ভিটামিন ই অয়েলও মেশাতে পারেন।
 
এই অ্যালোভেরা জেল দিয়ে আইস কিউব বানিয়েও ব্যবহার করতে পারেন। এতে ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা কম। এটি আপনি ফ্রিজে রেখে ২-৩ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। পাশাপাশি ত্বকের পাশাপাশি চুলেও ব্যবহার করতে পারেন। 

Mahfuzur Rahman

Publisher & Editor