রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

৯৫০ গোলের মাইলফলক ছুঁয়ে লক্ষ্যের আরও কাছে রোনালদো

প্রকাশিত: ০৬:৪২, ২৬ অক্টোবর ২০২৫ | ১০

হাজার গোলের লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। আল হাজেমের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল নাসর, যেখানে রোনালদো তার ক্যারিয়ারের ৯৫০তম গোলটি করেছেন এবং একই সঙ্গে জালের দেখা পেয়েছেন জোয়াও ফেলিক্স। 

সৌদি প্রো লিগে শনিবার (২৫ অক্টোবর) রাতে প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক ফুটবলে সুযোগ তৈরি করে আল নাসর। কিংসে কোমান ও অ্যাঞ্জেলোর দুটি প্রচেষ্টা আল হাজেম গোলরক্ষক ব্রুনো ভারেলা রুখে দিলেও, ২৫তম মিনিটে আর পারেননি; আইমান ইয়াহিয়ার ক্রসে সবার উপরে লাফিয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন ফেলিক্স।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলরক্ষক ভারেলার দুর্দান্ত সেভে রোনালদো হতাশ হলেও, ৮৮তম মিনিটে ওয়েজলির ক্রসে রোনালদোর শট মাটিতে ড্রপ খেয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ায়। চলতি মৌসুমে লিগে এটি রোনালদোর ষষ্ঠ গোল, এবং আল নাসরের হয়ে তিনি টানা চার ম্যাচে জালের দেখা পেলেন।

আইএফএফএইচএসের হিসাব অনুযায়ী, রোনালদোর ক্যারিয়ার গোল এখন ৯৫০টি, যেখানে ৯০০ গোল নেই আর কারও। ৮৯১ গোল নিয়ে এই তালিকায় দুই নম্বরে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

অন্যদিকে, ৬ ম্যাচে পর্তুগিজ ফরোয়ার্ড ফেলিক্সের গোল সংখ্যা হলো ৯টি। এর মাধ্যমে তিনি প্রথম ৬ ম্যাচে সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের তালিকায় আলেকসান্দার মিত্রোভিচের পাশে বসলেন, যিনি ২০২৪ সালে এই কীর্তি গড়েছিলেন।

৬ ম্যাচে টানা ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আল নাসর।

Mahfuzur Rahman

Publisher & Editor